দুই সন্তান নিয়ে স্বামীর সঙ্গে নরওয়েতে পাড়ি জমান কলকাতার এক সাধারণ গৃহবধূ, সবকিছু চলছিল ঠিকঠাকই, তবে একদিন বিপত্তি বাঁধাল সেখানকার আইন। সন্তানদের ঠিকমতো দেখভাল করতে পারছেন না- এমন অভিযোগে সরকারের শিশু সুরক্ষা সেবা বিভাগ ছিনিয়ে নেয় তার দুই সন্তানকে, এরপর শুরু হয় হৃদয়বিদারক কাহিনী। সন্তানদের ফিরে পেতে মরিয়া হয়ে আদালতে ছোটেন মা, কঠোর নিয়মের বিরুদ্ধে একাই চালিয়ে যান রুদ্ধশ্বাস লড়াই। পরিচালক আশিমা ছিব্বার পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে সেই সন্তানদের মা হয়ে সিনেমার মূল চরিত্রে ফিরেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি, যার ট্রেইলার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। সত্য ঘটনা অবলম্বনে প্রবাসী ভারতীয় সেই মায়ের লড়াইয়ের শেষ পরিণতি কী হল, দর্শকরা তা দেখতে পাবেন আগামী ২১ মার্চ।