বেঁচে থাকলে শনিবার ৪৪ বছর পূর্ণ হত সুশান্ত সিং রাজপুতের। ১৯৮৬ সালে জন্ম নেওয়া সুশান্ত ২০২০ সালে আত্মহত্যা করেন, যদিও তা নিয়েও রয়েছে প্রশ্ন। এম এস ধোনি, ছিচ্ছোড়ে, কেদারনাথের মতো সিনেমায় তার অভিনয় ছিল প্রশংসিত। ফোর্বস ইন্ডিয়ার সেরা সেলিব্রিটির তালিকায় দুই বার স্থান পেয়েছিলেন তিনি। প্রয়াত এই অভিনেতার জন্মদিনে সোশাল মিডিয়ায় নানা আয়োজনে তাতে স্মরণ করছেন ভক্তরা।
Published : 21 Jan 2023, 01:34 PM