আচমকা অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। বৃহস্পতিবার বিকেলে সুস্থ হয়ে বাসায়ও ফেরেন। মাঝে রটে যায় ‘প্রেম বিষয়ক ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন’ তিনি।
Published : 17 Nov 2023, 12:14 AM
আত্মহননের চেষ্টা করেছেন, এমন গুঞ্জনের মধ্যে এবার ফেইসবুক লাইভে এসে অভিনেত্রী তানজিন তিশা উড়িয়ে দিলেন এই কথা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই লাইভে তিনি বললেন, “আমি কেন আত্মহত্যা করব? যদি কোনোদিন দেখি আমার সঙ্গে কোনো অন্যায় হয়েছে, আমি তার প্রতিবাদ করব। কিন্তু আত্মহত্যা করব না। এটা আমার পরিবারের শিক্ষা না।”
একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা মেনে নিতে পারছেন না, তাই জবাব দেওয়া উচিত ভেবে এই লাইভে আসেন তিশা।
আচমকা অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। বৃহস্পতিবার বিকেলে সুস্থ হয়ে বাসায়ও ফেরেন। মাঝের সময়টুকুতে সামাজিক মাধ্যমে রটে যায় ‘প্রেম বিষয়ক ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন’ তিনি। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়।
বাসায় ফিরে ফেইসবুকে পোস্টে তিশা জানান, ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রেম নিয়ে ছড়ানো গুঞ্জনকে বললেন 'ভুল নিউজ'।
ফেইসবুক লাইভে এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলেন তানজিন তিশা। ১০ মিনিট ৫৬ সেকেন্ডের বক্তব্যে নিজেকে ‘প্রতিবাদী’ এবং ‘স্ট্রং একজন মেয়ে’ হিসেবেও তুলে ধরেন তিনি।
তিশা বলেন, “আমাদের পারসোনাল বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন, তাতে আসলেই আমার কোনো আপত্তি নেই। এটা একেবারেই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আজকে একটা নিউজ দেখতে পাচ্ছি, যে ‘তানজিন তিশা আত্মহত্যা করার চেষ্টা করেছেন’।”
‘আত্মহত্যা কী’, ‘আত্মহত্যা কাকে বলে’, এই প্রশ্ন রেখে তিনি বলেন, “আমি নিজে কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছি, আত্মহত্যা কোনো কিছুর সল্যুউশন হতে পারে না। সেখানে আমি আত্মহত্যা করব? আমি কেন আত্মহত্যা করব?”
তিশা বলেন, “সত্যি কথা বলতে, আমার বাবা মারা যায় দু বছরও হয়নি। তারপর থেকে আমি খুব স্ট্রংভাবে লাইফ লিড করছি। বাবা আমাকে স্ট্রং একটা মেয়ে বানিয়েই পৃথিবী থেকে চলে গেছে। সেই জায়গা থেকে আমার মনে হয়, আমি সবকিছুতেই ফাইট করতে পারব।
“আমার বাবা চলে যাওয়ার পর মনে হয়েছে, জীবনে আর এমন কিছু নেই- যেটা থেকে অনেক বেশি কষ্ট আমি পাব যে আমার সুইসাইড করতে হবে।”
বুধবার রাতের ঘটনার ব্যাখ্যা করে তিশা বলেন, “আমি খুবই অসুস্থ ছিলাম। তাছাড়া আমার ফুড পয়জনও ছিল। গ্যাস্ট্রিকের পেইন ছিল। আমার ফেইসবুক হ্যাকড হয়েছিল। সবকিছু নিয়েই আমি স্ট্রেসে ছিলাম।
“হ্যাঁ, আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। আমার নরমালি রেগুলার কিছু মেডিসিন নিতে হয়, তার সাথে স্লিপিং পিল নিই। হ্যাঁ, একটু ঠিকঠাকভাবে ঘুমাবে বলে হয়ত একটার জায়গায় পরিমাণ একটু বেশি নিয়েছি।
“আমি আসলে খেয়াল করিনি, স্লিপিং পিলের এমজিটা বেশি ছিল। ওইটার কারণে আমি বাসাতেই বমি করে দিই। পরে আমাকে হাসপাতালে নেওয়া হয়। আমার কোনো সেন্স ছিল না ওই টাইমে। সরকারি একটি হাসপাতালে যাওয়ার পর ওদের মনে হয়েছে, ‘এটা একটা সুইসাইড কেইস’। সেখান থেকে পান্থপথের একটা বেসরকারি হাসপাতালে যাই।”
একটা মানুষ যখন আত্মহত্যা করতে যায়, তখন কী হয়?- সে প্রশ্ন রেখে তিশা বলেন, “গলায় ফাঁস দেয় বা অনেক কিছু খেয়ে ফেলে। তাদের ওয়াশ করতে হয়। আমার ডাক্তার কিন্তু এটা বলেছিল যে, ‘আপনারা চাইলে, যেটা খেয়ে ফেলেছে, যার সাইড ইফেক্ট হয়েছে, আপনাদের যদি মনে হয়, রিস্ক নেবেন না, তাহলে আমরা ওয়াশ করব।’
“তখন আমার ফ্যামিলি মনে করে যে তারা রিস্ক নেবে না। তখন একটা ওয়াশ করে। আমি সকালে ঘুম থেকে ওঠে দেখি যে আমি হসপিটালে ভর্তি। আমি দেখতে পাই যে আমাকে নিয়ে নিউজ হয়েছে, ‘তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন’।”
অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেম নিয়ে গুঞ্জন বিষয়ে এই অভিনেত্রী বলেন, “আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা বলব না। মুশফিক ফারহানকে নিয়েও আমি কোনো কথা বলব না। সেটা যদি আমার প্রেম হোক আর না হোক, এটা টোটালি আমার পারসোনাল ম্যাটার। যেদিন আমার পাবলিকলি বলার ইচ্ছা হবে, আমি সেদিনই বলব। সো, আপনাদের যদি মনে হয় আপনারা সমালোচনা করতে চান, করে ভালো থাকবেন তো করতে পারেন। আমার এতে কোনো আপত্তি নেই।”
যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের নাম প্রকাশ্যে আনবেন তিশা বলেন, “আমি খুবই স্ট্রেইট ফরোয়ার্ড একটা মেয়ে। যখন আমার মনে হবে, তখনই আমি এটা বলব।”
কাজের ব্যাপারে নিজেকে সৎ উল্লেখ করে তিনি বলেন, “আমি এমন একটা মেয়ে, যে আমি নিজের কাজেই ফোকাস করি। আমি কারো ক্ষতি করি না।”
লাইভের শেষ দিকে নিজেকে ‘প্রতিবাদী মেয়ে’ উল্লেখ করে তিশা বলেন, “আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারি। যদি কোনোদিন দেখি আমার সাথে কোনো অন্যায় হয়েছে, আমি তার প্রতিবাদ করব। কিন্তু আত্মহত্যা করব না। এটা আমার পরিবারের শিক্ষা না।”