‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল নিয়ে রাজকুমার হিরানি বরাবরের মতই চুপচাপ আছেন।
Published : 22 Oct 2023, 08:26 PM
চৌদ্দ বছর আগে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান, মাধবান ও শারমান যোশি বন্ধুত্বের বন্ধনের চিত্রায়ন করেছিলেন পর্দায়, যে বন্ধুত্ব ছিল পর্দার পেছনেও। কিন্তু শুটিংয়ের শুরুতে আমির খানের একটি সিদ্ধান্তে তাদের মধ্যে মনোমালিন্য হয়। যদিও পরে তিনজনের সম্পর্ক হয়ে ওঠে সিনেমার গল্পের মতই রঙিন।
এ সিনেমার কাহিনী আবির্ভূত হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়া একদল শিক্ষার্থীর ছাত্রাবাসের জীবন ঘিরে। শুটিং হয়েছিল ব্যাঙ্গালুরুর আইআইএম কলেজের ছাত্রদের হোস্টেলে।
নির্মাতা রাজকুমার হিরানি তার সিনেমার শুটিংয়ের জন্য ব্যাঙ্গালুরু শহরে ভালো একটি হোটেল বুক করেছিলেন। কিন্তু আমির সেই হোটেলে থাকতে চাননি। তিনি চেয়েছিলেন আইআইএম কলেজে ছাত্রদের হোস্টেলে থাকবেন।
আমিরের যুক্তি ছিল, অভিজ্ঞতা নেওয়ার সুযোগ যখন আছে, তখন সেটি বাদ দেওয়া ঠিক হবে না। তাছাড়া ছাত্রাবাসে থাকলে অবশ্যই এর একটা বাস্তব ছাপ তাদের অভিনয়ে আসবে।
আমিরের সিদ্ধান্তে সহমত জানিয়েছিলেন হিরানি। কিন্তু সিনেমায় আমিরের দুই বন্ধু মাধবান ও শারমান যোশি প্রথমে বেঁকে বসেন। তারা গিয়ে ওঠেন হোটেলে।
পরে আমিরের অনুরোধে তারা ছাত্রাবাসে যান ঠিক, কিন্তু বিষয়টি নিয়ে তিন অভিনেতার মধ্যে খানিকটা মনোমালিন্য হয়।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আমির নাকি মাধবান ও যোশিকে বলেছিলেন, কিছুদিন থাকার পর তারা আমিরের কাজের অর্থ খুঁজে পাবেন।
যোশি বলেন, “পরে আমরাও ছাত্রাবাসে আসি এবং পুরো টিমও চলে আসে। আমির খান আমাদের বলেছিলেন, এত ছাত্র যদি কষ্ট করে এখানে থাকতে পারে, তো আমরা কেন পারব না? আমির আর হিরানি স্যার আমাদের বলেছিলেন, আমরা যেন ছাত্রদের সঙ্গে বন্ধুর মত মিশে যাই।
“আমরা রোজ রাতে খাবার খাওয়ার পর ছাত্রদের সঙ্গে আড্ডা দিতাম। অনেক সময় সামনের রাস্তায় দিকে হেঁটে আসতাম। ব্যাডমিন্টনও খেলেছি হোস্টেলের ছাত্রদের সঙ্গে।“
“সত্যিই অতুলনীয় সেই সময়গুলো আর আমির খান একজন আমির খানই। আমরাই শুরুতে ভুল বুঝেছিলাম তাকে,” বলেন যোশি।
চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ বক্স অফিসে ঝড় তুলেছিল। সিনেমাটি কেবল ব্যবসাসফল হয়নি, ভারত এবং ভারত ছাড়িয়ে বাইরের দেশগুলোতেও তরুণদের পছন্দের চলচ্চিত্রে পরিণত হয়।
মুক্তির পর ১৪ বছর পেরিয়েও তাই ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। সিনেমার তিন চরিত্র রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগিও সমান জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করা তিন অভিনেতা আমির খান, মাধবন ও শারমান যোশি।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল আসছে। কিন্তু এ নিয়ে হিরানি বরাবরের মতই চুপচাপ আছেন। সংবাদসূত্র: টাইমস অব ইন্ডিয়া
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)