বাবা হলেন ‘হ্যারি পটার’

তার দীর্ঘদিনের প্রেমিকা মার্কিন অভিনেত্রী এরিন ডার্ক যে অন্তঃসত্ত্বা, সে খবর মাস খানেক আগেই এসেছিল।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2023, 11:39 AM
Updated : 27 April 2023, 11:39 AM

শিশুদের জনপ্রিয় চরিত্র হ্যারি পটারের ভূমিকায় অভিনয় করে খ্যাতি কুড়ানো ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হয়েছেন।

তার দীর্ঘদিনের প্রেমিকা মার্কিন অভিনেত্রী এরিন ডার্ক যে অন্তঃসত্ত্বা, সে খবর মাস খানেক আগেই এসেছিল। রোববার তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে বলে র‌্যাডক্লিফের প্রতিনিধি স্কট বুটের বরাতে সিএনএন জানিয়েছে।

তবে শিশুটির লিঙ্গ ও জন্ম তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

৩৪ বছর বয়সী র‌্যাডক্লিফ এর আগে নিউজউইককে বলেছিলেন, “আমি সন্তান চাই। সিনেমার সেটের আশপাশে তারা থাকলে আমার ভালোই লাগবে।”

তার ভাষায়, “সিনেমার সেট দারুণ এক জায়গা, শুধু ওই খ্যাতির বিষয়টা… ওটা যে কোনো মূল্যে এড়িয়ে চলা ভালো।”

২০০১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ এ নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে মাত্র ১২ বছর বয়সে খ্যাতির শিখরে পৌঁছে যান ড্যানিয়েল র‌্যাডক্লিফ। সে সময় সিনেমাটির জাদুনির্ভর কল্পকাহিনী শিশু কিশোরদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়।

২০১৩ সালে ‘কিল ইওর ডার্লিংস’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন র‌্যাডক্লিফ ও ডার্ক। সেখানেই প্রেমে বাঁধা পড়েন দুজন। সেই সিনেমায় আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গের ভূমিকায় অভিনয় করেছিলেন র‌্যাডক্লিফ। ডার্ককে দেখা গিয়েছিল গোয়েনডোলিনের চরিত্রে।

এছাড়াও গত বছরের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিক’ এ গায়ক ইয়ানকোভিক চরিত্রে অভিনয় করেছিলেন র‌্যাডক্লিফ। পাঁচ বারের গ্র্যামিজয়ী মার্কিন গায়ক আলফ্রেড ম্যাথু ইয়ানকোভিকের জীবনী নিয়ে নির্মিত হয়েছিল সিনেমাটি।

র‌্যাডক্লিফের মত জনপ্রিয় না হলেও হলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী এরিন ডার্ক। অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’- এর মতো সিনেমা ও সিরিজে। ২০১৬ সালে র‌্যাডক্লিফের সঙ্গে ‘ডোন্ট থিংক টোয়াইস’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।

সম্প্রতি প্রাইম ভিডিও সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেসেল’-এ দেখা গেছে ডার্ককে। 

আরও পড়ুন

Also Read: বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’

Also Read: সেই ‘হ্যারি পটার’ এখন ‘ইয়ানকোভিক’