আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন কানিয়ে ওয়েস্ট

কিছু কেলেঙ্কারিতে জড়িয়েও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে এই শিল্পীর কোনো কুণ্ঠা নেই।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2022, 12:24 PM
Updated : 26 Nov 2022, 12:24 PM

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দেশটির জনপ্রিয় র‍্যাপার কানিয়ে ওয়েস্ট।

২০১৫ সালেও প্রেসিডেন্ট পদে ভোট করেছিলেন ওয়েস্ট। কিন্তু ঝুলিতে পড়েছিল মাত্র ৭০ হাজারের বেশি কিছু ভোট।

বিবিসি জানিয়েছে, হালে বেশ কিছু কেলেঙ্কারিতে জড়িয়েও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে এই শিল্পীর কোনো কুণ্ঠা নেই।

ওয়েস্ট যিনি আইনিভাবে নাম বদলে রাখেন ‘ইয়ে’। সোশ্যাল মিডিয়ায় ‘ইয়ে চব্বিশ’ ক্যাপশন দিয়ে তার নির্বাচনী প্রচারের লোগোর একটি ভিডিও পোস্ট করেছেন।

সপ্তাহের শুরুতে ট্রাম্পের ‘মার-এ-লাগো’ গলফ ক্লাবের একটি ভিডিওতে দেখা গেছে ওয়েস্টকে।

ট্রাম্পের এক সময়ের সমর্থক হিসেবে পরিচিত ওয়েস্ট বলেন, ট্রাম্পের ফের নির্বাচনে আসার সিদ্ধান্ত ‘সবচেয়ে বিরক্তিকর’।

ওয়েস্টের ভাষ্য, তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ‘রানিং মেট’ হিসেবেও চেয়েছিলেন।

এর আগের নির্বাচনে ওয়েস্ট তার ভোটের প্রচারে কমপক্ষে ছয়টি রাজ্যে দৌড়েছিলেন। এই সেই প্রচারণাও শুরু করেছিলেন দেরিতে। মাত্র একটি বড় সমাবেশে যোগ দেন তিনি। সেখানে গর্ভপাত নিয়ে আলোচনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শেষমেশ শুধুমাত্র ১২টি রাজ্যের প্রার্থী হিসাবে তালিকাভুক্ত হন।

কিছুদিন আগে হলিউডকে ‘পতিতালয়’ মন্তব্য করেও রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন কানিয়ে ওয়েস্ট। এর আগে জীবনসঙ্গী কিন কার্ডাশিয়ানের সঙ্গে বিচ্ছেদ নিয়েও আলোচনায় আসেন তিনি।

Also Read: পর্ন আসক্তি আমার সংসার ধসিয়ে দিয়েছে: কানিয়ে ওয়েস্ট