আগামী ২৯ মার্চ কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গলে হোটেলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর।
Published : 26 Mar 2024, 05:47 PM
ভারতের অন্যতম জনপ্রিয় পুরস্কার 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস' বলিউডের পাশাপাশি কয়েকবছর ধরে আয়োজন করছে টালিগঞ্জও। এবারের পুরস্কারে মনোনয়নের তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশি অভিনয় শিল্পীরাও।
ফিল্মফেয়ার ডটকম বলছে, গত কয়েক বছরের মত এবারও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়ার নাম এসেছে সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রীর তালিকায়।
আর জয়ার সঙ্গে অভিনেত্রী অপি করিম এবং তাসনিয়া ফারিণ মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য।
এছাড়া অভিনেতা সোহেল মন্ডল এবং গায়ক মাহতিম শাকিবের নাম এসেছে পুরস্কারের মনোনয়ন তালিকায়।
আগামী ২৯ মার্চ কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গলে হোটেলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর।
সেদিন ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের।
জয়ার 'দশম অবতার' ও 'অর্ধাঙ্গিনী'
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির 'দশম অবতার' সিনেমার সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনয় পেয়েছেন জয়া আহসান।
এই তালিকায় জয়ার সঙ্গে আরও আছেন চূর্ণী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, শোলাঙ্কি রায় ও স্বস্তিকা মুখার্জি।
'দশম অবতার' সিনেমায় একজন মনোবিদের চরিত্রে অভিনয় করেছেন জয়া। সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করতে না পারলেও জয়ার 'মৈত্রেয়ী' চরিত্রের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক সমালোচকরা।
পরিচালক কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া।
পুরস্কার জিততে এই শাখায় তাকে কলকাতার অভিনেত্রী অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
'অর্ধাঙ্গিনী' সিনেমায় মেঘনা মুস্তাফি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনে সামলোচকদের বক্তব্য ছিল 'অর্ধাঙ্গিনী' সিনেমা যতটা চূর্ণী গাঙ্গুলির, ততটাই জয়া আহসানের।
জয়ার চরিত্রটি চূর্ণীর সঙ্গে পাল্লা দিয়ে গিয়েছে সমানতালে। বিপদে দিশেহারা আবার সংকট কাটিয়ে উঠতে আত্মবিশ্বাসী মনোভাব এবং নিজস্ব দাবি আদায়ে লড়াকু চরিত্র শক্তভাবে ফুটিয়ে তোলায় কলকাতা-ঢাকার দর্শকদের প্রশংসা পেয়েছেন জয়া।
অপি-ফারিণের টক্কর এক শাখায়
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ।
মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে সাজানো ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী।
আর এই সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর তালিকায় নাম এসেছে অপি করিমের। ‘মায়ার জঞ্জাল’ দিয়ে ১৫ বছর পর বড় পর্দায় কাজ করেন অপি।
অপি ছাড়াও এই তালিকায় অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য তাসনিয়া ফারিণের নাম এসেছে। পশ্চিমবঙ্গের এই সিনেমায় দিয়ে ফারিণের বড় পর্দায় অভিষেক হয়েছে।
অপি এবং ফারিণের সঙ্গে পুরস্কারের এই তালিকায় আরও আছেন অনুরাধা মুখোপাধ্যায়,গার্গী রায়চৌধুরী, মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি।
এছাড়া ফারিণের নাম আরও আছে সেরা নবাগত অভিনেত্রীর তালিকায়। এই তালিকায় ফারিণের সঙ্গে আছেন কলকাতার সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।
কেবল তিন অভিনেত্রী নয়, বাংলাদেশের এক অভিনেতারও নাম এসেছে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন তালিকায়। তিনি সোহেল মন্ডল।
‘মায়ার জঞ্জাল’ এ অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা শাখায় সোহেল এ মনোনয়ন পেয়েছেন।
তালিকায় সোহেলের সঙ্গে কৌশিক গাঙ্গুলি, যীশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, বিক্রম চ্যাটার্জি ও অম্বরীশ ভট্টাচার্যও আছেন।
চমক দেখিয়েছেন গায়ক মাহতিম শাকিব। সেরা গায়ক শাখায় শাকিব স্থান পেয়েছেন।
কলকাতার ‘চিনি ২’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য এই মনোনয়ন পেয়েছেন তরুণ এই গায়ক।
শাকিবকে পুরস্কার জিতে নিতে হলে লড়তে হবে ভারতের বাঘা বাঘা শিল্পীদের সঙ্গে। শাকিব ছাড়াও সেরা গায়কের মনোনয়ন পেয়েছেন অনুপম রায়, অরিজিৎ সিং, রূপম ইসলাম এবং যৌথভাবে ঈশান মিত্র ও রণজয় ভট্টাচার্য।
নীলাঞ্জন চক্রবর্তীর লেখা ‘তুমি জানতেই পারো না’ শিরোনামের গানের সংগীত পরিচালনা করেছেন মৈনাক মজুমদার।