অক্ষয় বলেন, “সিনেমা পছন্দ না হলে ধারণার চেয়েও বহুগুণ বেশি সমালোচনা সহ্য করতে হয়।”
Published : 21 Jun 2023, 10:40 AM
সিনেমা ফ্লপ হলে কষ্ট হয়, আসে হতাশা, কিন্তু সেই বৈরিতা কাটিয়ে মনের শক্তিতে ভর করে ফের কাজে ডুবে যেতে পারেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার। এগিয়ে চলার এই শক্তি নিয়েই টিকে আছেন বলে ভাষ্য বলিউডের ‘খিলড়ির’।
১৯৯১ সালে ‘সৌগন্ধ’ সিনেমা দিয়ে হিন্দি সিনেমা জগতে অভিষেক হয় অক্ষয়ের। পরের বছর ‘খিলাড়ি’ সিনেমার বাণিজ্যিক সাফল্য অক্ষয়কে বলিউডে প্রতিষ্ঠিত করে।
তবে ‘ফ্লপ’ শব্দটি ইদানিং বেশি ঘুরপাক খাচ্ছে অক্ষয়কে ঘিরে। বছর দেড়েক ধরে যে সিনেমাতেই হাত দিচ্ছেন, সেটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক।
বক্স অফিস বলছে, অক্ষয়ের পরপর পাঁচটি সিনেমা– ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’ ও ‘সেলফি’ দাঁড়াতেই পারেনি।
টানা ফ্লপের এই পর্ব মনে করিয়ে দেয় এ অভিনেতার ক্যারিয়ারের শুরুর দিকের কথা। সে সময় টানা ১৬টি সিনেমা ফ্লপ হয়েছিল অক্ষয়ের। আরেকবার পরপর আটটা সিনেমা মুখ থুবড়ে পড়েছিল। তবে প্রতিবারই ফিরে এসেছেন অক্ষয়।
পিংকভিলা জানিয়েছে, ফিনান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, কীভাবে খারাপ সময় পাড়ি দিচ্ছেন তিনি।
৫৫ বছর বয়সী এই অভিনেতা বলেন, “যখন সিনেমা চলে না, বুঝতে পারি কোন কাজটি ভুল হয়েছে। তখন আর বাকি ১০ জনের মত আমারও মন মেজাজ খারাপ হয়।“
অক্ষয়ের মতে, হলে দর্শক আসেনি মানে সিনেমা ভালো লাগেনি। অর্থাৎ দর্শকের সঙ্গে সিনেমার সংযোগ তৈরি হয়নি। দর্শক না এসে বুঝিয়ে দেয়, ভালো কাজ করতে হবে। পুরো বলিউড ইন্ডাস্ট্রিকেই বদলাতে হবে বলে মনে করছেন অক্ষয়।
বক্স অফিসের নম্বর কতখানি প্রভাবিত করে?
অক্ষয় বলেন, “নিশ্চয় করে। আমাদের ভাঙাগড়া তো এর উপরেই নির্ভর করে। এটাকেই তো আমরা হিট বা ফ্লপ বলি।“
অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে জীবন গেছে জানিয়ে তিনি বলেন, “যখন সিনেমা ভালো হয়, এত এত প্রশংসা, মাঝেমধ্যে মনে হয় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি না। আর সিনেমা পছন্দ না হলে ধারণার চেয়েও বহুগুণ বেশি সমালোচনা সহ্য করতে হয়।“
সমালোচনার ধাক্কা কাটাতে কী করেন, সেই প্রশ্নে অক্ষয় বলেন, “দেখুন, যাই হোক না কেন, জীবনে থামা যায় না। চালিয়ে নিতেই হয়। সেটা প্রতিটি মানুষের জন্যই। আমি শুরু থেকে এ পর্যন্ত পরিশ্রম করে এসেছি, আগামীতেও করে যাব। কারণ পরিশ্রমের হাত ধরেই সফলতা আসে।“
এর আগেও সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে অক্ষয় বলেছিলেন, “আমি অভিনয়ের জন্য ভুল সিনেমা বেছে নিয়েছি। এখন দর্শক বদলেছে, তারা নতুন কিছু দেখতে চায়। তাই দর্শকের চাহিদা পূরণ করতে নিজেকে ভেঙে নতুন করে শুরু করতে হবে।”
কোভিড মহামারীর পরপর সিনেমার পারিশ্রমিকও কমিয়েছেন এই নায়ক।
অক্ষয়ের আগামীর সিনেমা ‘ওহ মাই গড ২’ মুক্তি পাবে ১১ অগাস্ট। এছাড়া পরণীতি চোপড়ার সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ সিনেমায় কাজ করছেন তিনি। টিনু সুরেশ দেশাই পরিচালিত এ সিনেমা মুক্তি পাবে চলতি বছরের ৫ অক্টোবর।
আরও পড়ুন
সারা-নিমরতকে নিয়ে পর্দায় আসছেন অক্ষয়
‘সুরারাই পত্রু’র রিমেক নিয়ে আসছেন অক্ষয়
কানাডার পাসপোর্ট ফিরিয়ে দেবেন অক্ষয়