শৈশবে এমন বিরূপ অভিজ্ঞতা নিতে হয়েছে বলিউডের অনেক তারকাকে, কেউ কেউ পরে তা প্রকাশও করেছেন।
Published : 11 Mar 2023, 09:05 AM
শৈশবে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন বলিউড তারকাদের অনেকেই; নিজের জীবনে ঘটে যাওয়া বিরূপ সেই ঘটনার খবর কেউ কেউ পরে প্রকাশও করেছেন। এদের মধ্যে কঙ্গনা রানাউত, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোনদের পাশাপাশি অক্ষয় কুমারও রয়েছেন। এই তারকাদের শৈশবের যৌন নিপীড়নের খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অক্ষয় কুমার: যখন তার বয়স ছয় বছর, তখন তার সঙ্গে ঘটে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। এই তারকা জানিয়েছেন, এক লিফটম্যান তার নিতম্ব চেপে ধরেছিলেন। সেই ঘটনার পর এখনও নিতম্ব শব্দটি উচ্চারণ করতে ভয় পান তিনি।
কঙ্গনা রানাউত: বলিউড স্পষ্টবাদী হিসেবে পরিচিত এই অভিনেত্রীর ভাষ্যে, শৈশবে তার চেয়ে কয়েক বছরের বড় এক কিশোরের দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।
সোনম কাপুর: অনীল কাপুরকন্যার বয়স যখন ১৩, তখন এক ব্যক্তি অযাচিতভাবে তার স্তন চেপে ধরেছিলেন।
অনুরাগ কাশ্যপ: বলিউডের এই চলচ্চিত্র নির্মাতা শৈশবে দীর্ঘদিন ধরে এক ব্যক্তি দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। দীর্ঘ সময় পরে ওই ব্যক্তির সঙ্গে দেখা হলেও ভয়াবহ সেই অভিজ্ঞতা তাড়া করত তাকে।
ফাতিমা সানা শেখ: দঙ্গলকন্যা জানিয়েছেন, তার বয়স যখন মাত্র ৩ বছর, তখন যৌন নিপীড়নের বিরূপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল তাকে।
নীনা গুপ্তা: বর্ষীয়ান এই অভিনেত্রী তার আত্মজীবনীতে লিখেছেন, স্কুলে পড়ার সময় এক চিকিৎসক এবং দরজির দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি।
তাপসী পান্নু: যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার সিনেমা ‘পিংক’ অভিনেত্রী জানান, কলেজে পড়ার সময় বাসে চলতে গিয়ে প্রায়ই তাকে পুরষের অযাচিত স্পর্শের সম্মুখীন হতে হয়েছিল।
পীযূষ মিশ্র: বর্ষীয়ান এই অভিনেতা তার আত্মজীবনীতে লিখেছেন, সপ্তম শ্রেণীতে পড়ার সময় বয়সে বড় এক আত্মীয় নারীর দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি।
দীপিকা পাড়ুকোন: বলিউডে সাহসী নারী হিসেবে পরিচিত এই অভিনেত্রী পথ চলতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা যেমন জানিয়েছেন; তেমনি বলেছেন, তিনি এসব ক্ষেত্রে কোনো ছাড় দেননি, রুখে দাঁড়িয়েছিলেন।