এই সমীরই গ্রেপ্তার করেছিলেন আরিয়ান খানকে।
Published : 21 Jun 2023, 11:20 PM
দিন যত গড়াচ্ছে, শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় যোগ হচ্ছে নতুন নতুন অধ্যায়। এবার জানা গেল, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা মামলার জবানবন্দি দিতে যাবেন আরিয়ান ও শাহরুখ খান।
২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের এক প্রমোদতরীর পার্টি থেকে গ্রেপ্তার হন আরিয়ান। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে আরিয়ান খানসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
তবে আরিয়ানকে ফাঁসাতে সেই কাজ করা হয়েছিল বলে অভিযোগ ওঠার পর সেই সমীরের বিরুদ্ধে শুরু হয় সিবিআইর তদন্ত।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, আরিয়ানকে মাদককাণ্ডে না ফাঁসানোর শর্তে ওয়াংখেড়ের নির্দেশে অভিযুক্ত কিরণ গোসাভি ও সানভিল ডি সুজা শাহরুখের কাছ থেকে ২৫ কোটি রুপি হাতাতে চেয়েছিলেন।
চলতি বছর মে মাসের মাঝামাঝি ঘুষের জন্য ওয়াংখেড়ে, আশীষ রঞ্জন, বিশ্ব বিজয় সিং ও আর দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সিবিআই।
সেই মামলায় শাহরুখ ও তার ছেলে জবানবন্দি দিতে পারেন বলে হিন্দুস্থানে টাইমস জানিয়েছে।
সমীর অবশ্য তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। মামলা চলাকালীন শাহরুখের সঙ্গে তার কোনো আলাপই হয়নি বলে তার ভাষ্য।
সম্প্রতি আত্মপক্ষ সমর্থনে মুম্বাই হাই কোর্টে একটি আবেদন দাখিল করেন সমীর। সেখানে তিনি বলেছেন, প্রতিশোধের বশে সিবিআই তাদের হেনস্থা করার চেষ্টা করছে।