ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে অভিনেত্রী তানজিন তিশা বলেন, তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন।
Published : 20 Nov 2023, 11:54 PM
অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই ‘অভিনয়শিল্পী সংঘ'র সদস্যদেরকে যেকোনো প্রয়োজনে অগ্রজদের পরামর্শ নিতে বলা হয়েছে।
সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান সোমবার এক বিবৃতিতে বলেছেন, “মাঝে মাঝেই বিভিন্ন জনের সাথে আমাদের মতবিরোধ, ভুল বোঝাবুঝি এমনকি কখনো কখনো অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমাদের সকলকেই একটু সহনশীল হওয়া প্রয়োজন।
“বিশেষ করে আমরা অভিনয়শিল্পীরা- আমাদের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলার ক্ষেত্রে ভীষণ সচেতন থাকা দরকার। যাতে আমাদের ইন্ডাস্ট্রির কেউ আমাদের কথায় কষ্ট না পান। অসম্মানিত না হন।"
হঠাৎ অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তানজিন তিশা। পরদিন বিকালে সুস্থ হয়ে বাসায়ও ফেরেন। মাঝের সময়টুকুতে সামাজিক মাধ্যমে রটে যায় ‘প্রেম বিষয়ক ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন’ তিনি। এ নিয়ে সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। পরে তিনি এটি অস্বীকার করেন।
বাসায় ফেরার পর ফেইসবুকে পোস্টে তিশা সেদিন লিখেছিলেন, ‘ফুড পয়জনিংয়ের’ কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রেম নিয়ে ছড়ানো গুঞ্জনকে বললেন ‘ভুল নিউজ'।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ নিয়ে ফেইসবুক লাইভেও কথা বলেন তানজিনা তিশা।
তিনি বলেন, “আমি কেন আত্মহত্যা করব? যদি কোনোদিন দেখি আমার সঙ্গে কোনো অন্যায় হয়েছে, আমি তার প্রতিবাদ করব। কিন্তু আত্মহত্যা করব না। এটা আমার পরিবারের শিক্ষা না।”
এ বিষয়ে জানতে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ফোন করলে ওই সাংবাদিককে এ অভিনেত্রী দেখে নেওয়ার হুমকি দেন। তার এ মন্তব্য নিয়ে সমালোচনা হয়। সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন বিনোদন বিটের সাংবাদিকরা।
পরে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে ফেইসবুকে একটি পোস্ট করেন তিশা, যা কয়েক ঘণ্টা পর মুছে ফেলেন তিনি।
সোমবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিশা বলেন, তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন।
অভিনয়শিল্পীর সাইবার নিরাপত্তার জন্য ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে নিবিড় যোগাযোগ আছে উল্লেখ করে অভিনয়শিল্পী সংঘ বলছে, “অভিনয়শিল্পীর আইনগত সহায়তা ও পরামর্শের জন্য আমাদের লিগাল উইং আছে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরামর্শের জন্য আমাদের বিভিন্ন আয়োজন আছে।
“আপনার যেকোনো প্রয়োজনে আমরা সবসময় আছি। তাই উক্ত বিষয়ে সকল অভিনয়শিল্পীদের সচেতন হবার জন্য বিনীত অনুরোধ করছি। পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সুন্দর কর্ম পরিবেশ গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।"