তার অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা 'মা'।
Published : 26 Jan 2024, 05:06 PM
মুক্তিযুদ্ধের সিনেমা 'মা' এবং একটি ওয়েব ফিল্মের পর ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির নতুন সিনেমার খবর এসেছে।
সিনেমার নাম 'ডোডো'র গল্প'। সরকারি অনুদানের ওই সিনেমায় রোববার চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন রেজা ঘটক।
গ্লিটজকে এই নির্মাতা বলেন, “ইতোমধ্যে পরীমণিসহ বেশ কয়েকজন শিল্পী আমাদের সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ সপ্তাহের মধ্যেই অন্য শিল্পীদের সাথে চুক্তি হবে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আমরা শুটিং শুরুর পরিকল্পনা করছি।”
সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য, সংলাপও লিখছেন রেজা ঘটক। এই নির্মাতা এর আগে ‘হরিবোল’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন।
নায়িকা পরীমণিও তার ফেইসবুকে চুক্তি স্বাক্ষর মুহূর্তের একাধিক ছবি শেয়ার করেছেন। আরও অভিনয় করবেন আমিরুক হক চৌধুরী, খাইরুল আলম সবুজ, মনিরা মিঠু।
রেজা ঘটক বলেছেন, 'জি-সিরিজ' উদ্যোগের এই সিনেমাটি প্রযোজনা করছেন মো. নাজমুল হক ভুঁইয়া (খালেদ)। সিনেমার ইংরেজি নাম ‘স্টোরি অব ডোডো’।
পরীমনি অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা 'মা'। আর ওয়েব ফিল্ম হল 'পাফ ড্যাডি'। এছাড়া আলোচিত পরিচালক রায়হান রাফির নতুন একটি ওয়ব ফিল্মে কাজ শুরু করেছেন পরীমনি। সিনেমার গল্প নারীকেন্দ্রিক। ইতোমধ্যে রাফির সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)