মানুষ বনাম এআই: ঢাকায় আসছে ‘দ্য ক্রিয়েটর’

২৯ সেপ্টেম্বরেই বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 11:11 AM
Updated : 7 Nov 2023, 11:11 AM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি আগামী দিনে মানব অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা গ্যারেথ এডওয়ার্ডস নির্মাণ করেছেন ‘দ্য ক্রিয়েটর’। 

আগামী ২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এ চলচ্চিত্র। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। 

মানবজাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিগুলোর মধ্যে এক যুদ্ধকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। অন্যান্য চরিত্রে রয়েছেন জেমা চ্যান, কেন ওয়াটানাবে, স্টারগিল সিম্পসন, অ্যালিসন জ্যানি।

বিষয়বস্তুর কারণে সিনেমাটি এরইমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ট্রেইলার দেখে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। সায়েন্স ফিকশন ছবির দুনিয়ায় ‘দ্য ক্রিয়েটর’ ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন কেউ কেউ।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)