৩ বছর পর মঞ্চে ফিরছে ‘খনা’

বটতলার নাটকটির ৭৬টি প্রদর্শনী হওয়ার পর মহামারীতে ছেদ পড়েছিল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2022, 12:22 PM
Updated : 13 August 2022, 12:22 PM

প্রায় তিন বছর মঞ্চায়ন হতে যাচ্ছে বটতলা প্রযোজিত নাটক ‘খনা’।

আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ৭৭তম মঞ্চায়ন হবে। সামিনা লুৎফা নিত্রার লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

নির্দেশক মোহাম্মদ আলী হায়দার গ্লিটজকে বলেন, “করোনা পরিস্থিতির কারণে তিন বছর নাটকটির মঞ্চায়ন সম্ভব হয়নি। ২০১০ সাল থেকে নাটকটি মঞ্চায়ন করছে বটতলা। ইতিমধ্যে ৭৬টি প্রদর্শনী হয়েছে।”

নাটকের গল্প প্রসঙ্গে মোহাম্মদ আলী হায়দার জানান, এ নাটকে খনা এক বিদুষী যার অন্য নাম লীলাবতী। তার গল্পটা অনেক পুরোনো, কিংবদন্তির ঘেরাটোপে বন্দি। তবু যতটুকু তল খুঁজে পাওয়া যায়, তাতে বোধহয় যে তিনি এক বিদুষী জ্যোতিষী, স্বামী মিহিরও একই বৃত্তিধারী। শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রজায়ার যশ, খ্যাতি ও বিদ্যার প্রভাব দর্শনে বরাহের হীনমন্যতা ও ঈর্ষা। শ্বশুরের নির্দেশে লীলাবতীর জিহ্বা কর্তন ও তার ‘খনা’ হয়ে ওঠার গল্প পেরিয়েছে প্রজন্মের সীমানা।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী, সুর ও সংগীত পরিকল্পনায় শারমিন ইতি, অনন্ত হিল্লোল, লোচন, হুমায়ূন আজম রেওয়াজ, শেঁউতি শাহগুফতা, বাকিরুল ইসলাম।

পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া। কোরিওগ্রাফি করেছেন মোহামদ রাফি ও নাসির উদ্দিন নাদিম।