শাহরুখ বলেন, “সঞ্জু বাবার মত অভিনয় আমি অন্তত কখনোই করতে পারতাম না। তিনিই উপযুক্ত।“
Published : 24 Apr 2023, 04:09 PM
দুই দশক ধরে ‘হাসি-মজার’ রেশ রেখে যাওয়া যে সিনেমার কারণে এখনও বিখ্যাত সঞ্জয় দত্ত, সেই ‘মুন্না ভাই এমবিবিএস’-এ মুন্না ভাই হওয়ার কথা ছিল শাহরুখ খানের।
নিউজ এইট্টিন জানিয়েছে, শাহরুখ খানের একটি ভিডিও এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে এই অভিনেতা জানিয়েছেন, কেন তার সিনেমাটি করা হয়নি।
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘মুন্না ভাই এমবিবিএস’ ছিল নির্মাতা রাজকুমার হিরানির প্রথম কাজ। আর তিনি চেয়েছিলেন বলিউডের কিং খানকে।
কিন্তু শাহরুখ কেন ফিরিয়েছিলেন হিরানিকে?
শাহরুখ জানান, ‘দেবদাস’ সিনেমায় কাজ করার সময় হিরানি সিনেমাটি করার প্রস্তাব তাকে দেন। রাজি হয়ে চুক্তিতে সইও করেছিলেন শাহরুখ। এরপর গুরুতর চোটের কারণে মেরুদণ্ডে অস্ত্রোপচার করাতে হয় এই নায়ককে।
শাহরুখের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে রাজি ছিলেন হিরানি। কিন্তু শাহরুখ চাননি, তার কারণে নবাগত এক পরিচালকের প্রথম সিনেমার কাজ পিছিয়ে যাক। তাই জনপ্রিয় চরিত্রটি চলে যায় সঞ্জয়ের হাতে।
মুন্না ভাই চরিত্রে সঞ্জয় দত্তের প্রশংসা করে শাহরুখ বলেন, “সঞ্জু বাবার মত অভিনয় আমি অন্তত কখনোই করতে পারতাম না। তিনিই উপযুক্ত। তাই সিনেমাটি নিয়ে আমার কোনো আফসোস নেই। “
ওই সিনেমায় কেবল মুন্না ভাই নয়, তার স্যাঙাত সার্কিটের চরিত্রে অভিনেতা আরশাদ ওয়ার্সিও জনপ্রিয়তা পান। এর তিন বছর পর মুক্তি পায় ‘লাগে রাহো মুন্না ভাই’। প্রথমটির মতো এটিও ছিল সুপারহিট।
বেশ কয়েক বছর ধরে জল্পনা-কল্পনা চলছে ‘মুন্না ভাই’র তৃতীয় সিনেমা নিয়ে। তবে এ নিয়ে হিরানির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে হিরানির প্রথম সিনেমা হাতছাড়া হওয়ার প্রায় ২০ বছর পরে তার সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন শাহরুখ খান। হিরানি পরিচালিত ‘ডাংকি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। চলতি বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা এই সিনেমার।