বাঙালি নটী বিনোদিনী হবেন কঙ্গনা

আবার ঐতিহাসিক চরিত্রে আসছেন এই বলিউড তারকা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2022, 05:34 PM
Updated : 19 Oct 2022, 05:34 PM

বলিউডে দেড় দশক হয়ে গেল, কোনো বাঙালি চরিত্রে এখনও দেখা যায়নি হিমাচলকন্যা কঙ্গনা রানাউতকে।

তবে এবার তা দেখার সুযোগ মিলতে যাচ্ছে দর্শকদের; উনিশ শতকের বাঙালি মঞ্চ অভিনেত্রী নটী বিনোদিনী চরিত্র রূপায়ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

কঙ্গনা এর আগে রানি লক্ষ্মী বাঈ হয়েছেন ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’তে, ‘থালাইভি’তে হয়েছেন জয়ললিতা, ‘ইমার্জেন্সি’তে ইন্দিরা গান্ধী সেজেছেন।

এবার বিনোদিনী হয়ে তাকে দেখার খবর কঙ্গনা নিজেই দিয়েছেন ইনস্টাগ্রামে।

এটি ঐতিহাসিক চরিত্র নটী বিনোদিনীর বায়োপিক বলে খবরএসেছে ইন্ডিয়া টুডেসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে।

সিনেমাটি পরিচালনা করবেন ‘পরিণীতা’খ্যাত পরিচালক প্রদীপ সরকার।

কঙ্গনা লিখেছেন, “আমি প্রদীপ সরকারের একজন গুণমুগ্ধ। এ রকম একটা সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।”

ইনস্টাগ্রাম স্টোরিতে বিনোদিনী দাসীর একটি ছবি পোস্ট করেছেন এই বলিউড তারকা।

এদিকে প্রদীপ সরকার কলকাতার দৈনিক আনন্দবাজারের জিজ্ঞাসায় বলেছেন, “কঙ্গনাকে নিয়ে ছবিটা করছি, এটুকুই এখন বলতে পারি। বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হওয়া বাকি।”

কবে থেকে শুটিং, তা প্রদীপ খোলসা না করলেও সংবাদ মাধ্যমের খবর, আগামী বছরই তা শুরু হতে যাচ্ছে।

প্রদীপ বলেছেন, “মুম্বাইতে শুটিং তো হবেই। সব ঠিক থাকলে কলকাতায় ছবির কিছু অংশের শুটিং করার ইচ্ছা রয়েছে।”

কয়েক বছর আগে কলকাতায় ‘পাঙ্গা’ সিনেমার শুটিং করেছিলেণ কঙ্গনা।

নটী বিনোদিনী নামে পরিচিত বিনোদিনী যৌনপল্লী থেকে এসে ঊনবিংশ শতকে বাংলা মঞ্চের সব থেকে উল্লেখযোগ্য অভিনেত্রী হয়ে ওঠেন। মাত্র ১২ বছরের স্বল্প অভিনয় জীবনেই বিপুল সাফল্য পান বাংলা থিয়েটারের প্রাণপুরুষ গিরীশ চন্দ্রঘোষের এই শিষ্য।