গোলাপি গাউনের সঙ্গে গলায় হীরার হার ও দুলে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন এই ফ্যাশনে বলিউড হলিউডের এই নায়িকাকে পাওয়া গেছে দুবাইয়ে। প্রিয়াঙ্কা ব্রান্ড ‘বুলগেরি ’র ইভেন্টে তোলা কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
Published : 06 Dec 2022, 05:27 PM
বুলগেরি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কার ‘গোলাপী’ উপস্থিতি অনুষ্ঠানে আনে অন্য মাত্রা।
মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় নিয়ে ২০০২ সালে বলিউডে নাম লেখান প্রিয়াঙ্কা। মার্কিন গায়ক-গীতিকার নিক জোনসকে বিয়ে করে বেশিরভাগ সময় এখন যুক্তরাষ্ট্রেই থাকছেন প্রিয়াঙ্কা। প্রায় তিন বছর পর শিশুকন্যা মালতিকে নভেম্বরের শুরুতে দেশে আসেন প্রিয়াঙ্কা।
সিনেমা বা বাণিজ্যিক জগৎ সবখানেই সফল এই নায়িকা। বলিউড জয়ের পর হলিউডেই বেশি মনোযোগী প্রিয়াঙ্কাকে আগামীতে কয়েকটি সিনেমায় দেখা যাবে। এর মধ্যে ‘ইটস অল কামিং ব্যাক টু মি’, ‘সাইটাডেল’ এবং ‘জি লে জারা’র নাম শোনা গেছে।
দুবাইয়ে নিজের মত করে অবসরও কাটাচ্ছেন এই অভিনেত্রী।
দিন কয়েক আগে সৌদি আরবের জেদ্দায় বসেছিল তারার মেলা। জেদ্দায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় রেড সি’ চলচ্চিত্র উৎসবে বলিউড ও মধ্যপ্রাচ্যের তারকাদের সঙ্গে লালগালিচায় হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও।