কমলের মন্তব্যের জবাব দিলেন ‘কেরালা স্টোরি’ নির্মাতা সুদীপ্ত

কমল হাসানের চোখে সিনেমাটি ‘প্রোপাগান্ডামূলক’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 05:08 PM
Updated : 29 May 2023, 05:08 PM

মুক্তির প্রায় এক মাস পরেও বিতর্ক থামেনি বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ ঘিরে। সম্প্রতি সিনেমাটির বিরোধিতা করে সেটিকে ‘প্রোপাগান্ডা’ বলে দাবি করেন প্রবীণ অভিনেতা কমল হাসান। এবার তার জবাব দিয়েছেন সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি আবুধাবিতে আইফা আসরে কমল হাসানকে ‘দ্য কেরালা স্টোরি’ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি সেটিকে একটি ‘প্রোপাগান্ডামূলক সিনেমা’ বলে মন্তব্য করেন।

কমল বলেন, “আমি এটার বিরোধিতা করছি। সিনেমার শেষে সত্য ঘটনা অবলম্বনে জুড়ে দিলেই কেবল হয় না। সেটাকে আসলেই সত্য হতে হয়।”

কমলের এই মন্তব্যের পর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপ্ত বলেছেন, তিনি এসব নিয়ে এখন আর প্রতিক্রিয়া জানাতে চান না। আগে বোঝানোর চেষ্টা করলেও এখন তাও ছেড়ে দিয়েছেন।

সুদীপ্তের ভাষ্যে, “যারা এই সিনেমাকে প্রোপাগান্ডা বলেছিলেন, তারাই এটি দেখার পর বলছে ‘কী চমৎকার!’ যারা সিনেমাটি দেখেনইনি, তারাই এটার সমালোচনা করছেন। এই কারণেই পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সিনেমাটি মুক্তি পাচ্ছিল না। তারা সিনেমাটিকে না দেখেই প্রোপাগান্ডা তকমা লাগিয়ে দিয়েছিল।

“আমাদের দেশে কিছু বোকা স্টেরিওটাইপ মানুষ আছে, যারা জীবনকে সাদা কিংবা কালো হিসেবেই দেখতে চায়। তারা জানেন না জীবনের রঙ ধূসরও হয়।”

কিছুদিন আগে বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপও ‘দ্য কেরালা স্টোরি’কে প্রপাগান্ডামূলক সিনেমা বলেছিলেন।

ব্যাপক বিতর্কের মধ্যেও ইতোমধ্যেই সিনেমাটি বক্স অফিসে প্রায় ২০০ কোটি রুপির উপরে ব্যবসা করে ফেলেছে।

Also Read: দ্য কেরালা স্টোরি: আইএসে ভারতীয় নারীদের নিয়ে চলচ্চিত্র ঘিরে বিতর্ক

Also Read: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ কেরালার মুখ্যমন্ত্রী

Also Read: নিষেধাজ্ঞা উঠলেও পশ্চিমবঙ্গে চলছে না ‘দ্য কেরালা স্টোরি’

Also Read: ভারতের মহারাষ্ট্রে ‘কেরালা স্টোরি’ নিয়ে দাঙ্গা, নিহত ১