কালো গেঞ্জি ও সাদা শটর্স পরে প্রায় আট কিলোমিটার দৌড়ে ‘তাজ ল্যান্ডস এন্ডে' আসেন বর নূপুর।
Published : 04 Jan 2024, 07:01 PM
বছরের শুরুতেই সানাই বেজেছে বলিউডি তারকা অভিনেতা আমির খানের পরিবারে। অভিনেতার একমাত্র মেয়ে ইরা খানের বিয়েতে সাজপোশাক থেকে শুরু করে বিয়ের সব ধরনের কায়দা কানুনে হইচই বাঁধিয়ে দিয়েছে খান পরিবার।
এমনকি সাবেক স্ত্রীদেরও বিয়ের অনুষ্ঠানে এক ছাদের নিচে একসঙ্গে করেছেন মিস্টার পারফেকশনিস্ট।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আমির তার মেয়ের বিয়ের তিনটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তার মধ্যে মুম্বাইয়ে বুধবার সন্ধ্যার অনুষ্ঠানটি হয়েছে মারাঠি রীতিতে।
সেই অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের উপস্থিতিতে সইসাবুদ করে আইনি মতে বিয়ে করে দাম্পত্য সম্পর্ক শুরু করেছেন ইরা ও নূপুর শিখর।
আগেই জানা গিয়েছিল, বিয়েতে অতিথিদের কাছ থেকে উপহার নিতে রাজি নন বর-কনে। তারা চাইছেন, আমন্ত্রিতরা কেবল তাদের আর্শীবাদ করবেন, ভাসিয়ে দেবেন শুভকামনায়। বিয়ের নানা পর্বের অনুষ্ঠানে জমকালো আয়োজনও চাননি ইরা।
বিয়ের দিন সকালেও সাদামাটা সাজে মুম্বইয়ের রাস্তায় দেখা গেছে ইরাকে। সে সময় মখে রূপটান ছিল না। পরনে ছিল সাধারণ পোশাক।
এদিকে বান্দ্রায় অভিজাত পাঁচতারা হোটেল ‘তাজ ল্যান্ডস এন্ডে' বিয়ের আসরে প্রবেশের আগে অভিনব কাণ্ড ঘটিয়েছেন নূপুর।
ফিটনেস প্রশিক্ষক নূপুরকে বিয়ের আগে মুম্বাইয়ের রাস্তায় দৌড়াতে দেখা গেছে। আর এই দৌড়ে নূপুরের সঙ্গে শামিল হয়েছিলেন তার কিছু বন্ধু। নূপুরের এই দৌড়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। প্রায় আট কিলোমিটার দৌড়ে ‘তাজ ল্যান্ডস এন্ডে' আসেন নূপুর। এরপর সন্ধ্যা ৭টায় বসে বিয়ের আসর।
সে সময় সবার নজর কাড়ে বর নূপুরের পোশাক। বলিউডের নামকরা কোনো পোশাকশিল্পীর নকশায় শেরওয়ানি বা প্রিন্স কোট নয়, নূপর সাদা শর্টস আর কালো গেঞ্জি পরে বিয়ে করতে আসেন। তবে বিয়েতে ইরা পরেন লেহেঙ্গা।
বিয়ের রেজিস্ট্রি খাতায় সইয়ের পর বরযাত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ওই পোশাকে ঢাকের তালে 'ভাংড়া' নাচে মেতে ওঠেন নূপুর। নিজেও একসময় ঢাক বাজাতে লেগে পড়েন। আর সেই তালে নেচে ওঠেন মাথায় গোলাপী পাগড়ি পরা শ্বশুর আমির খান।
অবশ্য পরে শেরওয়ানি পরেই অতিথিদের সামনে আসেন নূপুর।
ইরা-নূপুরের বিয়ের সবকিছু মারাঠি নিয়ম মেনে হচ্ছে। ইরার ইচ্ছায় খাবারের পদ থেকে শুরু করে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে মারাঠি বেশে দেখা গেছে।
ইরার গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন। দারুণ সেজেগুজে আসেন আমিরের সাবেক দুই স্ত্রী রিনা দত্ত (ইরার মা) ও কিরণ রাও।
গায়ে হলুদের অনুষ্ঠানে রিনা ও কিরণের শাড়ির রঙ আলাদা হলেও সাজে দুজনের মিল ছিল দেখার মত। রিনা ও কিরণের দুজনের পরনে ছিল মারাঠি স্টাইলের ‘নওয়ারি’ শাড়ি এবং কানে গলায় গয়না। দুই মায়ের হাতেই দেখা গেছে গায়ে হলুদের তত্ত্ব সমেত বেতের ঝুড়ি।
নবদম্পতির জন্য আগামী ৬ জানুয়ারি মুম্বাইয়ে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমির। ওই অনুষ্ঠান মূলত বলিউডের কলাকুশলীদের জন্যই আয়োজন করেছেন মিস্টার পারফেকশনিস্ট। আয়োজনে কোনো ক্রটি রাখতে চাইছেন না তিনি। তাই সিনেমা জগতের দীর্ঘদিনের সহশিল্পীদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ জানিয়ে এসেছেন।
মুম্বাইয়ের দুই অনুষ্ঠান ছাড়াও জয়পুরে আগামী ১০ জানুয়ারি আরেকটি জমকালো বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করা হয়েছে ইরা-নূপুরের জন্য।
কোভিড মহামারীর সময় থেকে ইরা-নূপুরের আলাপ ও ঘনিষ্ঠতা শুরু। নূপুরের সঙ্গে ইরার বাগদান হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। নূপুর ছিলেন আমিরের ‘ফিটনেস ট্রেইনার’।
আমির ও রিনা দত্তের প্রথম সন্তান ইরা। ওই সংসারে আমিরের এক ছেলেও আছে। ২০০২ সালে রীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। ২০১১ সালে তাদের সন্তান আজাদের জন্ম হয়। আর বিচ্ছেদ হয় ২০২১ সালে।
বিচ্ছেদ হলেও সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটান আমির। ছেলেমেয়েরাও দুই মায়ের সঙ্গেই স্বচ্ছন্দ্য। বিশেষ করে কিরণের সঙ্গে ইরার সম্পর্কের ধরনে বন্ধুত্বের ছাপ পাওয়া যায়। ইরার বাগদান অনুষ্ঠানেও কিরণকে দেখা গিয়েছিল।
আরও পড়ুন