ইরা ও নূপুরের ইচ্ছা, বিয়ের উপহার হিসেবে নিমন্ত্রিতদের কাছ থেকে আসুক শুভেচ্ছা ও আশীর্বাদ।
Published : 03 Jan 2024, 11:15 AM
বছরের শুরুতে সাতপাঁকে বাঁধা পড়তে চলেছেন বলিউডি অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান। দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরকে বিয়ে করছেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, বাগদানের বছর খানেক পর মুম্বাইয়ের বান্দ্রায় অভিজাত পাঁচতারা হোটেল ‘তাজ ল্যান্ডস এন্ডে’ ইরা ও শিখরের বিয়ের অনুষ্ঠান হবে বুধবার রাতে।
এ অনুষ্ঠানে নিমন্ত্রিতের তালিকা দীর্ঘ নয়। বর-কনের পরিবারের সদস্য এবং কাছের স্বজন ও ঘনিষ্ঠ ব্ন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিতে চাইছেন মেয়ের বাবা আমির খান।
ইরা ও নুপূর দুজনেই চান না তাদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তারা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিচ্ছেন।
নবদম্পতির জন্য আগামী ৬ জানুয়ারি মুম্বাইয়ে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমির। ওই অনুষ্ঠান মূলত বলিউডের কলাকুশলীদের জন্যই আয়োজন করেছেন মিস্টার পারফেকশনিস্ট। আয়োজনে কোনো ক্রটি রাখতে চাইছেন না তিনি। তাই সিনেমা জগতের দীর্ঘদিনের সহশিল্পীদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ জানিয়ে এসেছেন।
মুম্বাইয়ের দুই অনুষ্ঠান ছাড়াও জয়পুরে আগামী ১০ জানুয়ারি আরেকটি জমকালো বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করা হয়েছে ইরা-নূপুরের জন্য।
ইরার গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন। বিয়ের কনে ছাড়াও সেখানে নজর কাড়েন আমিরের সাবেক দুই স্ত্রী। একজন হলেন ইরার মা রিনা দত্ত এবং অন্যজন কিরণ রাও।
গায়ে হলুদের অনুষ্ঠানে রিনা ও কিরণের শাড়ির রং আলাদা হলেও সাজে দুজনের মিল ছিল দেখার মত। রিনা ও কিরণের দুজনের পরনে ছিল কাতান শাড়ি, কানে গলায় গয়না। দুই মায়ের হাতেই দেখা গেছে গায়ে হলুদের তত্ত্ব সমেত বেতের ঝুড়ি।
বিয়েতে ইরা পরবেন লেহেঙ্গা, নুপূর পরবেন প্রিন্স কোট। ইরার ইচ্ছাতে বিয়ের খানাপিনায় মারাঠি পদকে গুরুত্ব দিয়েছেন আমির। নিজে পছন্দ করে মেয়ের জন্য গয়না কিনেছেন। বিয়ের সব অনুষ্ঠানের যাবতীয় কাজ তিনি দাঁড়িয়ে থেকে তদারকি করবেন বলেও জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
এক সাক্ষাৎকারে হবু জামাইকে নিয়েও প্রশংসা করেছেন আমির। তিনি বলেন, “অনেকদিন ধরেই তো দেখছি নূপুরকে, সে অত্যন্ত ভালো ছেলে। ইরা যখন মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছিল, তখন নূপুর তার পাশে থেকেছে। মানসিকভাবে নূপুর সব সময় ইরাকে সাপোর্ট দিয়ে এসেছে। আশা করি ইরাও নিজেকে নূপুরের পরিবারের সঙ্গে বাড়ির মেয়ের মত মিশে যাবে।“
নূপুরের সঙ্গে ইরার বাগদান হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। নূপুর ছিলেন আমিরের ‘ফিটনেস ট্রেইনার’।
আমির ও রিনা দত্তের প্রথম সন্তান ইরা। ওই সংসারে আমিরের এক ছেলেও আছে। ২০০২ সালে রীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। ২০১১ সালে তাদের সন্তান আজাদের জন্ম হয়। আর বিচ্ছেদ হয় ২০২১ সালে।
বিচ্ছেদ হলেও সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটান আমির। ছেলেমেয়েরাও দুই মায়ের সঙ্গেই স্বচ্ছন্দ্য। বিশেষ করে কিরণের সঙ্গে ইরার সম্পর্কের ধরনে বন্ধুত্বের ছাপ পাওয়া যায়। ইরার বাগদান অনুষ্ঠানেও কিরণকে দেখা গিয়েছিল।