রবীন্দ্রজয়ন্তীতে টিভি পর্দায় যা থাকছে

গান, আবৃত্তি, নাচ, নাটকসহ দেখা যাবে নানা আয়োজন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 02:45 PM
Updated : 7 May 2023, 02:45 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে গান, আবৃত্তি, নাচ, নাটকসহ নানা আয়োজন রেখেছে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল। সোমবার বিটিভি, চ্যানেল আই, আরটিভি ও দুরন্ত টিভিতে প্রচারিতব্য অনুষ্ঠানমালায় থাকছে-

বিটিভি

বিশেষ সংগীতানুষ্ঠান প্রচারিত হবে রাত ১০টা ২০ মিনিটে। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন বুলবুল ইসলাম, আজিজুর রহমান তুহিন, দেবলীনা সুর, তানজিনা তমা ও অনন্যা লাবণী পুতুল। আবু তৌহিদ প্রযোজিত অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন তাসনুভা মোহনা।

রয়েছে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’। তামান্না তিথির উপস্থাপনায় এটি প্রচারিত হবে সোমবার বিকাল সাড়ে ৪টায়। ঈমাম হোসাইনের প্রযোজনায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবেন বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা, লায়লা আফরোজ, ইকবাল খোরশেদ, ফারহানা তৃণা, দেওয়ান সাইদুল হাসান, শওকত আলী ও লায়লা তারান্নুম কাকলী।

এছাড়া প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাব’, ‘গীতবিতান’, ‘গীতিমাল্য’, ‘গানের ঝর্ণাতলায়’ ও ‘ভালোবাসো যদি সখি’। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘শেষের কবিতা’র শেষ পর্ব। রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘অপরিচিতা’(পুনঃপ্রচার)।

চ্যানেল আই

সকাল সাড়ে ৭টায় স্টুডিও থেকে প্রচার হবে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ১১টা ৫ মিনিটে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। দুপুর ১২টা ০৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গান, কবিতা এবং রবীন্দ্র বিষয়ক আলোচনা নিয়ে অনুষ্ঠান ‘তারকাকথন’র বিশেষ পর্ব।

দুপুর ১টা ৫ মিনিটে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’র বিশেষ পর্ব। দুপুর দেড়টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রের রবীন্দ্রনাথ’। উপস্থাপনা ও পরিচালনায় অরুণ চৌধুরী।

বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে মাহবুবা ইসলাম সুমী পরিচালিত চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ভাস্বর চ্যাটার্জী, অমৃতা চট্টোপাধ্যায়, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘ডিটেকটিভ’র ছায়া অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘ডিটেকটিভ’। পরিচালনা করেছেন আকা রেজা গালিব। রাত ১০ প্রচার হবে মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’। রাত সাড়ে ১১টায় দেখানো হবে নেপালে চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ‘মধুর খেলা’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোহেল রানা।

আরটিভি

রাত ৮টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘তপস্বিনী’ অবলম্বনে নির্মিত নাটক ‘তপস্বিনী’। নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।

এতে বরদানন্দ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো; ষোড়শী চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মমকে। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, হেলাল, হান্নান শেলী।

দুরন্ত টিভি

সকাল ৮টায় দেখা যাবে নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। বিকেল ৩টায় প্রচার হবে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’।

কবিগুরুর ‘মাধো’ কবিতা অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘মাধো’। আর বিশ্বকবির নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ডাকঘর’।