ওপার বাংলায় পরীমনি তার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র ফার্স্ট লুক শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।
Published : 31 Mar 2024, 11:26 AM
কলকাতায় নতুন অধ্যায় শুরু করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি পরীমনি। সেই অধ্যায় কেমন হতে পারে তার আভাস দিয়েছেন এই নায়িকা।
পরীমনি তার ওপার বাংলার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র ফার্স্ট লুক শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সিনেমায় তার চরিত্রের নাম 'লাবণ্য'।
এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী; আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিংও শুরু হয়েছে। তার আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাস করেছেন পরীমনি।
সর্বশেষ ভ্যালেন্টাইনস ডেতে এ নায়িকাকে পর্দায় দেখা গেছে ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
এর মধ্যে শেষ হয়েছে পরীমনির ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। বাংলাদেশ সরকারের অনুদানে এই সিনেমা পরিচালনা করছেন রেজা ঘটক। গত বছরের অক্টোবর মাসে শুটিং শুরু হয়।
এছাড়া নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’ সিরিজেও কাজ করবেন পরীমনি। অনম বলেছেন, তিনি এই সিরিজটির গল্প সাজিয়েছেন পরীমনিকে ঘিরে।