ভারতীয় ক্রিকেট দলের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি ফিরিয়ে আনা হিন্দি সিনেমা ‘৮৩’ এবার দেখানো হবে লর্ডসে
পরিচালক কবীর খানের এই স্পোর্টস ড্রামায় ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা গেছে বলিউডের নায়ক রণবীর সিংকে। কপিলের নেতৃত্বেই চার দশক আগে বিশ্বকাপ ঘরে এনেছিল টিম ইন্ডিয়া।
নিউজ এইট্টিন জানিয়েছে, ২০২১ সালে কোভিড মহামারীর মধ্যে মুক্তি পাওয়া সিনেমাটি তেমন ব্যবসা করতে পারেনি। তাতে হতাশ হয়েছিলেন নির্মাতা থেকে শুরু করে অভিনেতারাও। এবারে জুলাই মাসে লন্ডনের লর্ডসে সিনেমাটি দেখানোর খবরে উচ্ছ্বসিত ‘৮৩’ টিম।
১৫ এবং ১৬ জুলাই দুটি করে মোট চারটি শো দেখানো হবে লর্ডসে। বেলা ১১টা ও বিকেল ৪টা এ দুটো সময় শোয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
প্রাপ্তবয়স্কদের টিকেটের দাম ধরা হয়েছে ৩০ পাউন্ড, ৫ থেকে ১৫ বছরের শিশুদের জন্য ৫ পাউন্ড। এছাড়া শিক্ষার্থী এবং শহরের প্রবীণদের জন্য টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ পাউন্ড। আর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্য সিনেমা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে লর্ডস কর্তৃপক্ষ।
প্রেক্ষাগৃহে মুক্তির বছর দুই পর সিনেমাটি নিয়ে নতুন এই খবরে খুশি পরিচালক কবীর খান। ‘৮৩’ খেলার মাঠে দেখানোর জন্য লর্ডস কর্তৃপক্ষই তার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন কবীর।
“আসলে ‘৮৩’ এর ফাইনাল শট লর্ডসে শুট করা। আর এখন এটাও একটা ট্রেন্ড, যেখানে ছবি শুট করা হয়েছে, সেখানে সেই ছবি প্রদর্শনেরও ব্যবস্থা করা হয়।’’
পরিচালক আশা করছেন, লর্ডসে ‘৮৩’ ছবির এই প্রদর্শনের দুই দিনে দর্শক ‘পিকনিকের’ স্বাদ পাবেন।
সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন, পঙ্কজ ত্রিপাঠি, তাহির রাজ ভাসিন, অ্যামি ভির্ক, সাকিব সেলিম, হার্ডি সান্ধু, সাহিল খাত্তারসহ আরও অনেকে।