অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরের আগে দক্ষিণ এশিয়ার তারকাকে নিয়ে পার্টির আয়োজন করেলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অস্কারে মনোনীত ‘আরআরআর’ তারকা রাম চরণ ও তার স্ত্রীও ছিলেন এই আয়োজনে। অভিনেতা এনটিআর জুনিয়র, জ্যাকুলিন ফার্নান্দেজ, হলিউড অভিনয়শিল্পী ও লেখক মিন্ডি কালিং, ‘ব্রিজেরটন’ খ্যাত সিমোন অ্যাশলি, পোশাক ডিজাইনার ট্যান ফ্রান্স ও নোবেলজয়ী মালালা ইউসুফজাইও ছিলেন প্রিয়াঙ্কার পার্টিতে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে উদযাপনের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, অস্কারে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ তারকারা।
Published : 12 Mar 2023, 09:41 PM