বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হয়।
Published : 07 Nov 2023, 03:49 PM
পশ্চিমবঙ্গের বর্ষীয়ান চিত্রগ্রাহক সৌমেন্দু রায় আর নেই; তার বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের বাড়িতে সৌমেন্দুর মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধ্যক্যজনিত নানা সমস্যার ভুগছিলেন।
কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমার সিনেমাটোগ্রাফার ছিলেন সুব্রত মিত্র। সেই সিনেমায় সুব্রত মিত্রের সহকারী ছিলেন সৌমেন্দু। ক্যামেরা কেয়ারটেকার হিসেবে তিনি ইউনিটে যোগ দিয়েছিলেন।
১৯৬০ সালে সত্যজিতের তথ্যচিত্র ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ নির্মাণে ক্যামেরার দায়িত্ব পেয়ে যান সৌমেন্দু। ‘তিন কন্যা’, ‘অভিযান’, ‘চিড়িয়াখানা’, ‘গুপী গায়েন বাঘা বায়েন’, ‘অরণ্যের দিনরাত্রি’র মত ২১টি সিনেমার সিনেমাটোগ্রাফার ছিলেন তিনি।
সত্যজিৎ ছাড়াও তপন সিংহ, তরুণ মজুমদার, উৎপলেন্দু চক্রবর্তী, বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে কাজ করেছেন এই চিত্রগ্রাহক।তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।
মমতা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন,“বিশিষ্ট সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।”
২০১২ সালে ‘বিশেষ চলচ্চিত্র পুরস্কার’ পান সৌমেন্দু রায়। এছাড়া ভারতের রাষ্ট্রপতি পুরস্কার-সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সৌমেন্দু রায়ের শেষকৃত্য হয়।সংবাদসূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা, আনন্দবাজার
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)