আন্তর্জাতিক ৩ চলচ্চিত্র উৎসবে ‘নোনা পানি’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নোনা পানি’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 08:05 AM
Updated : 19 Nov 2023, 08:05 AM

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ কলকাতা ও শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সৈয়দা নিগার বানু নির্মিত চলচ্চিত্র ‘নোনা পানি’।

সিনেমাটির প্রযোজনা কোম্পানি বেঙ্গল ফাউন্ডেশন জানিয়েছে, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর। এই উৎসবের ‘এশিয়া সিলেক্ট’ বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

এছাড়া ১৪-১৯ ডিসেম্বর শ্রীলঙ্কার নবম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ২০-২৮ জানুয়ারি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘নোনাপানি’ অংশ নেবে।

বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নোনা পানি’। অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার।

সিনেমাটির পরিচালক সৈয়দা বানু বলেন, “এটা ‘নোনা পানি’ টিমের জন্য খুবই আনন্দের যে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে চলচ্চিত্রটির ‘ওয়াল্ড সিনেমা’ হবে। আশা করছি, সুন্দরবন সংলগ্ন সাধারণ মানুষের না বলা গল্পটি বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে।”

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।