শেষ বছরে বলিউডকে তিনটি সিনেমা উপহার দেওয়া ভূমি পেডনেকারের এবারের পরিকল্পনা ছক্কা হাঁকানোর। ‘ভেদ’, ‘দ্য লেডিকিলার’, ‘আফওয়া’, ‘ভক্ষক’, ‘মেরে হাজব্যান্ড কি বিবি’সহ আরও দুটি সিনেমা আছে এ তালিকায়। ভূমির ভাষ্য, ছয় কাজে ছয় রকমভাবে তাকে আবিষ্কার করা যাবে।
Published : 08 Jan 2023, 10:28 AM