এবারের ঈদে শাকিব তার 'রাজকুমার' সিনেমার জন্য নায়িকা কোর্টনি কফিকে এনেছেন যুক্তরাষ্ট্র থেকে।
Published : 26 Mar 2024, 10:01 AM
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বলেছিলেন, তার ঈদের সিনেমা 'রাজকুমার' হতে চলেছে 'আন্তর্জাতিক মানের'। প্রকাশ্যে আসা 'রাজকুমার' সিনেমার পোস্টার সেই প্রতিশ্রুতি কতটা রাখতে পেরেছে?
পোস্টারে এসেছে শাকিবের বড় একটি ছবি এবং নিউ ইয়র্ক শহরের আইকনিক স্থাপনা স্ট্যাচু অব লিবার্টির একটি ছবি।
ফেইসবুকে শাকিব পোস্টার শেয়ার করেছেন। তাতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে।
কমেন্টে ভক্ত-অনুরাগীদের কথা একটাই, 'শাকিবই হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার'।
ঈদ উৎসবে শাকিবের দাপট থাকে বরাবর। গেল বছরই কলকাতার নায়িকা ইধিকা পালের সঙ্গে 'প্রিয়তমা' সিনেমা করে দেশে-বিদেশে হইচই ফেলে দেন শাকিব।
এবারের ঈদে শাকিব তার 'রাজকুমার' সিনেমার জন্য নায়িকা কোর্টনি কফিকে এনেছেন যুক্তরাষ্ট্র থেকে।
গেল বছরের ডিসেম্বরের শেষ থেকে শুরু হয় সিনেমার শুটিং। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ঘুরে সেই শুটিং শেষ হয়েছে গত মাসে।
রাজকুমার নিয়ে যা বললেন শাকিব খান
কদিন আগে সংবাদ সম্মেলন করে প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া জানিয়েছে, 'রাজকুমার' এর ট্রেইলার প্রকাশের জন্য শাকিবের জন্মদিন ২৮ মার্চকে বেছে নেওয়া হয়েছে। ওই দিন ট্রেইলার দেখানো হবে দুবাইয়ের বুর্জ খলিফায়।
শাকিব এর আগে বলেছিলেন, "রাজকুমার এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে।”
কেবল বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রাজকুমার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।