গাছের সন্ধান চেয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তিও ছড়িয়ে পড়েছে।
Published : 30 Oct 2023, 01:53 PM
একটি কামিনী গাছের খোঁজ করছেন চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, যে গাছটি তার 'লাল মিয়া' সিনেমার জন্য ভীষণ প্রয়োজন।
গাছের সন্ধান চেয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তিও ছড়িয়ে পড়েছে।
সোমবার পর্যন্ত গাছটির খোঁজ পাওয়া যায়নি বলে গ্লিটজকে জানিয়েছেন আতিকের সহকারী শ্যামল শিশির।
বরেণ্য চিত্রকর এস এম সুলতান ও তার আঁকা মানুষদের নিয়ে প্রযোজনা সংস্থা ‘পাণ্ডুলিপি কারখানা’ নির্মাণ করতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'লাল মিয়া'। এই সিনেমাটি পরিচালনা করবেন আতিক।
চলচ্চিত্রটির দৃশ্যায়নের প্রয়োজনে একটি ৭ থেকে ১২ ফুট উচ্চতার (জীবিত বা মৃত) কামিনী ফুল গাছ প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নুরুল আলম আতিক বলেন, ‘লাল মিয়া’ চলচ্চিত্রের নির্মাণের স্বার্থে কামিনী গাছটি উপহার দিতে আগ্রহী সুহৃদের প্রতি অগ্রীম কৃতজ্ঞতা ও ভালোবাসা।"
শ্যামল শিশির সোমবার দুপুরে গ্লিটজকে বলেন, “আমরা মূলত সিনেমার প্রয়োজনেই এমন একটি গাছ খুঁজছি। এখনো পর্যন্ত গাছ খুঁজে পাই নি।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরের চলচ্চিত্র অনুদান পেয়েছে 'লাল মিয়া' সিনেমাটি।