খুরানা জানিয়েছেন, সিনেমায় নামার আগে রেডিও জকি এবং থিয়েটারে কাজ করতেন। সেই অভিজ্ঞতা তার দারুণ কাজে লেগেছে।
Published : 11 Aug 2023, 01:14 PM
একবার নয়, দুই দুইবার সুরেলা মোহময়ী নারীকণ্ঠের জাদুতে বহু পুরুষকে বশ করেছেন বলিউডের নায়ক আয়ুষ্মান খুরানা।
চার বছর আগে এসেছিল প্রথম সিনেমা ‘ড্রিম গার্ল’। ওই ‘হিট’ সিনেমায় নারীকণ্ঠে পুরুষের সঙ্গে কথা বলে মোবাইল কোম্পানির বেশি বেশি বিল ওঠানোই ছিল খুরানার কাজ।
এবারে ২৫ অগাস্টে মুক্তি পাবে সিনেমাটির সিক্যুয়েল। এখানে অবশ্য কেবল ফোনে নারীকণ্ঠে নয়, নারীদের সাজ-পোশাকে নাচ-গান করে টাকা উপার্জনেও নামতে হয় খুরানাকে।
কীভাবে নারীকণ্ঠ আয়ত্ব করলেন তিনি? সবার সামনে অবশেষে সেই গুমোর ফাঁস করেছেন এই অভিনেতা।
পিংকভিলাকে খুরানা জানিয়েছেন, সিনেমায় নামার আগে রেডিও জকি এবং থিয়েটারে কাজ করতেন। সেই অভিজ্ঞতা তার দারুণ কাজে লেগেছে।
“আমি যখন রেডিও স্টেশনে কাজ করতাম, তখন আমি মাঝেমধ্যেই নারী সেজে গ্রাহকদের ফোন করতাম। অফিসের কাজেই করতাম। কিন্তু মজা করে কোনো এক নারীর কণ্ঠ নকল করে কথা বলতাম। কেউ ধরতে পারতেন না।
“আমার সহকর্মীরা খুব মজা পেতেন তাতে। তাছাড়া আমি যখন আমার প্রথম বান্ধবীকে ফোন করতাম, ল্যান্ডফোনটা ওর বাবা ধরে কি না, সেই ভয়ে ওর বান্ধবী সেজে তার গলায় কথা বলতাম।“
পূজার ‘বিড়ম্বনা’ নিয়ে করমের প্রেম
ড্রিম গার্ল ২: এবারও নারী কণ্ঠটি খুরানার?
রাজ শান্ডিল্যের পরিচালনায় এবং একতা কাপুরের প্রযোজনায় এই কমেডি ড্রামা সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। এই সিনেমা দিয়ে আয়ুষ্মান আর অনন্যা প্রথমবার জুটি বেঁধে আসছেন।
সিনেমায় নিজের ‘করম’ চরিত্রে খুরানা মাঝেমধ্যেই হাজির হন ‘পূজা’ সাজে। এই চরিত্রটির চ্যালেঞ্জ নিয়ে খুরানা রসিকতা করে বলেন, ”আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অনন্যা। আমি বলেছিলাম, আমাকে তার মত সুন্দরী লুক দিতে হবে।“
খুরানার ভাষ্য, নারীর মত সেজেগুজে তৈরি হওয়াটা কঠিন নয়, কঠিন হল মনপ্রাণে একজন নারী হয়ে ওঠা।
খুরানা জানিয়েছেন, দুইবারই শুটিংয়ের আগে বাড়িতে মেয়েদের পোশাক পরে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছেন তিনি। ভেতরে ভেতরে নারী হয়ে উঠতে মেয়েদের পারফিউমও ব্যবহার করেছেন।
রণবীরকে কেন বাড়িতে ডাকছেন ‘পূজা’?
খুরানার ‘ড্রিম গার্ল ২’ কেন রণবীরের চোখে ‘বিশ্বকাপ ম্যাচ’
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে খুরানা বলেন, “মথুরায় ৪৫ ডিগ্রি গরমে যখন শুটিং করি, তখন মাথায় আমার পরচুলা, গায়ে গয়না-পোশাক। মনে হত এইবারই মারা যাব, আর রক্ষা নাই।
“মেয়েদের আমি বরাবরই সম্মান করি। এবারে শুটিংয়ের পর ।তাদের অনেক কিছু, অনেক সমস্যা ভেতর থেকে অনুভব করতে পেরেছি। এতে মেয়েদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়েছে।“