ফ্যাশন সচেতন জাহ্নবী কাপুর সোশাল মিডিয়ায়ও সমান সক্রিয়; সম্প্রতি নাকছাবি পরে কিছু ছবি তুলেছেন শ্রীদেবীকন্যা। এই সাজে তিনি মোহনীয় হয়ে ধরা দিয়েছেন ভক্তদের মাঝে।
চার হাজার চারশ কোঁটি ডলারে টুইটার অধিগ্রহণের পর চালানো বিশাল ছাঁটাই কার্যক্রমে প্ল্যাটফর্মটির যোগাযোগ দলও ছাঁটাই করেন। নিজের আরেক কোম্পানি টেসলায়ও কোনো গণযোগাযোগ বিভাগ রাখেননি মাস্ক।
নন্দিতা দাশের আগামীর সিনেমা ‘জুইগিটো’র ট্রেইলার প্রকাশিত হয়েছে ইউটিউবে, যেখানে তুলে ধরা হয়েছে একজন ‘ফুড ডেলিভারি ম্যানের’ জীবনের ছোট ছোট আনন্দ আর সংগ্রামের গল্প। নির্মাতা নন্দিতা দাশ বলেছেন, এ কাজটি ত ...