অভিনেত্রীর সঙ্গে নাগার্জুনপুত্র চৈতন্যের বিয়ে বিচ্ছেদের সময় থেকে তেলেগু অভিনেত্রী সবিতা ধুলিপালার নাম সামনে আসে। যদিও এ বিষয়ে চৈতন্য কিংবা সবিতা কেউ কথা বলেননি।
Published : 11 Nov 2023, 03:11 PM
ব্যক্তিগত কারণে বহুবার আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু; ব্যর্থ দাম্পত্য জীবন ও শারীরিক অসুস্থতার কারণে হয়েছেন শিরোনাম। সম্প্রতি জীবনের চড়াই-উৎরাইয়ের গল্প অকপটে মেলে ধরেছেন নায়িকা।
নিউজ-১৮ জানিয়েছে, বিয়ে বিচ্ছেদ পরবর্তী দুবছর যে যন্ত্রণা মধ্যে দিয়ে গেছে, হার্পারস বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তা তুলে ধরেছেন অভিনেত্রী।
২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। ‘ইয়ে মায়ে চেসাভ’ ‘মানম’, ‘মাজিলি’, ‘ইয়ে মায়া চেসাভে’ এবং ‘অটোনগর সুরিয়া’র-এর মত জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই জুটি।
চতুর্থ বিবাহবার্ষিকীর কয়েক দিন আগে, ২০২১ সালের অক্টোবরে মাসে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
এরপরই গত বছর অভিনেত্রীর মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার খবর আসে; পরে যুক্তরাষ্ট্রে ও দক্ষিণ কোরিয়ায় চিকিৎসা নেন তিনি।
মায়োসাইটিস কোনো প্রাণঘাতী রোগ না হলেও এতে আক্রান্তদের পেশী দুর্বল হয়ে পড়ে। এ রোগে আক্রান্ত হওয়ার পর দৈনন্দিন জীবনযাত্রা চালাতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছিলেন সামান্থা।
এবার বিবাহবিচ্ছেদ ও অসুস্থতার কারণে কতটা মানসিক যন্ত্রণায় ছিলেন, তা কথাবার্তায় বুঝিয়ে দিলেন সামান্থা।
তার ভাষায়, “যখন কঠিন সময় এল, আমার বিয়ে ভাঙল, আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একই সঙ্গে প্রভাবিত হচ্ছিল। কেউ জানেন না, এই দুটো বছরে ঠিক কতটা যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়েছে। যে অভিনেতারা কঠিন অসুখ জয় করে ফিরেছেন, আমি এই সময়ে তাদের কথা পড়তাম। ওই গল্পগুলো সেই সময় আমাকে অনুপ্রাণিত করত।’’
সামন্থার সঙ্গে নাগার্জুনপুত্র চৈতন্যের বিয়ে বিচ্ছেদের সময় থেকে তেলেগু অভিনেত্রী সবিতা ধুলিপালার নাম সামনে আসে। যদিও এ বিষয়ে চৈতন্য কিংবা সবিতা কেউ কখনও টু শব্দটি করেননি।
এ বছরের শুরু থেকেই ‘মেইড ইন হেভেন’ অভিনেত্রীর সঙ্গে চৈতন্যের প্রেমের গুঞ্জন শুরু হয় আবারও। কয়েক মাস আগে এক সাক্ষাত্কারে এ নিয়ে প্রশ্ন করা হলে চৈতন্য বলেছিলেন, “আমি শুধু হাসব, বলার কিছু নেই।”
আরও পড়ুন
নাগা চৈতন্য-সামান্থার বিচ্ছেদ ঘোষণা
পর্দায় কি ফিরবে সামান্থা-নাগা জুটি?
কখনও কখনও দুর্বলতাও মেনে নিতে হয়: সামান্থা