রিপোর্টকার্ডে শিক্ষকের মন্তব্য হল সামন্থা তার স্কুলের একজন ‘সম্পদ’ ছিলেন।
Published : 26 Apr 2023, 02:57 PM
দক্ষিণ ভারতের নায়িকা সামান্থা রুথ প্রভুর দশম শ্রেণির ‘রিপোর্ট’ কার্ড নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই কার্ড বলছে, পড়াশোনাতে বেশ ‘মেধাবী’ ছিলেন এই নায়িকা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টুইটারে নিজের রিপোর্ট কার্ড শেয়ার করেছিলেন সামান্থা নিজেই। তাতে দেখা গেছে, অংকে সামান্থা পেয়েছিলেন একশতে একশ। ইংরেজি, পদার্থবিদ্যা, ইতিহাসের নম্বর নব্বইয়ের ঘরে। এছাড়া, উদ্ভিদবিদ্যা, ভূগোলসহ অনান্য বিষয়ে আশির উপরে নম্বর পেয়েছিলেন।
Ha ha this has surfaced again ????❤️ Awww https://t.co/UMQlxH1dsX
— Samantha (@Samanthaprabhu2) May 29, 2020
রিপোর্ট কার্ডে শিক্ষকের মন্তব্য হল সামান্থা তার স্কুলের একজন ‘সম্পদ’ ছিলেন।
কার্ড দেখে সামান্থার ভক্তরা ‘বিস্মিয়’ এবং ‘ভালোবাসা’ ইমোজি দিয়েছেন টুইটারে।
সামান্থার বর্তমান ব্যস্ততা স্পাই সিরিজ ‘সাইটাডেল’ এর হিন্দি রিমেকে। কিছুদিন আগে সামান্থা অভিনীত ‘শকুন্তলম’ সিনেমা মুক্তি পেয়েছে।
কালিদাসের অভিজ্ঞান ‘শকুন্তলম’ নাটকের কাহিনীর চলচ্চিত্রায়ন করেছেন নির্মাতা গুণশেখর। ১৪ এপ্রিল ভারতজুড়ে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
আগামীতে সামান্থাকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে, যা মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।
পুরনো খবর