বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি।
Published : 23 Nov 2022, 04:49 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চে আনছে সেলিম আল দীন রচিত ‘চাকা’।
নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান।
বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পর পর দুই সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটকটি।
আনন জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রযোজনা হিসেবে এটি মঞ্চস্থ করবে।