Published : 24 Jun 2023, 11:42 AM
প্রথমবার একক গানের মিউজিক ভিডিও আনছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। এই মিউজিক ভিডিওটি নোরার ক্যারিয়ারে আনছে বিশেষ মাত্রা, কারণ এই কাজের প্রযোজনাও করেছেন এই বলিউডি তারকা।
পিংকভিলা জানিয়েছে, ভারতে শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে নোরার ইউটিউব চ্যানেলে।
আইটেম গান করেই যে কেবল জনপ্রিয় হওয়া যায়, এই সময়ে তার সবচেয়ে ভালো উদাহরণ হয়ত নোরা ফাতেহি। আজকাল তিনি অভিনয় করলেও তবে সেটা তার নৃত্যশিল্পী সত্ত্বার চাইতে বড় হয়ে ওঠেনি। তবে গানও গেয়ে থাকেন কানাডা থেকে আসা এই শিল্পী। সেই গানকেই চলতি বছরের প্রথম বড় কাজ বলছেন নোরা।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মরক্কোর পরিচালক আবদেরাফিয়া এবং কোরিওগ্রাফি করেছেন রাজিত দেব।
এই মিউজিক ভিডিও নিয়ে দারুণ রোমাঞ্চিত নোরা।
তিনি বলেন, “একজন কণ্ঠশিল্পী হিসেবে প্রথম একক গান আনছি, যা আমার ক্যারিয়ারে নতুন একটি কাজ।”
ল্যাটিন পপ ধারার গানটিকে নারীচেতনার প্রতীক বলছেন নোরা।
“শুটিং বা প্রযোজনা, দুই দিক থেকেই অন্যরকম অভিজ্ঞতা গেছে। আমি এবং আমার সহশিল্পীরা নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি গানটিতে। নৃত্যিশিল্পীরা খুব ভালো কাজ করেছে। নানা ধরনের বাধা টপকে কাজটি শেষ পর্যন্ত করতে পেরে গর্ববোধ করছি।
গত বছর বিশ্বকাপ ফুটবলে ফিফার আফিসিয়াল সাউন্ড ট্র্যাক ‘লাইট দ্য স্কাই’- নোরার অংশগ্রহণ তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। নোরাই বলিউডের প্রথম তারকা, যাকে ফিফা বিশ্বকাপের থিম সংয়ের ভিডিওতে দেখা গেছে। কাতারের দোহায় ফিফা ফ্যান ফেস্টে নোরার ঘণ্টাব্যাপী নাচও আলোড়ন তোল বিশ্বকাপে।
এছাড়া কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘আইফা অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানেও নাচে-গানে মাতিয়ে তোলেন নোরা।
এদিকে শোনা যাচ্ছে নির্মাতা ফারহান আখতারের আগামী সিনেমা ‘মগগাঁও এক্সপ্রেস’ এ নায়িকা হিসেবে দেখা যাবে নোরাকে।