২০১৬ সালে ‘সুলতান’ সিনেমায় পরিচালকের ইচ্ছায় অরিজিৎ প্লেব্যাক করলেও, সালমানের নির্দেশে সেই অরিজিৎকে বাদ দিয়ে রাহাত ফতেহ আলী খানকে দিয়ে গান গাওয়ানো হয়।
Published : 25 Oct 2023, 11:48 AM
বলিউডি তারকা অভিনেতা সালমান খান এবং সংগীত শিল্পী অরিজিৎ সিংয়ের মধ্যে গত নয় বছর ধরে ‘ঠাণ্ডা লড়াই’ চলছিল। অবশেষে সেই ‘তিক্ততা’ দূর হয়েছে। সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় প্লেব্যাক করে দুজন নিজেদের ‘দ্বন্দ্ব আর অভিমান’ মিটিয়েছেন।
সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে ঝামেলার সূত্রপাত ২০১৪ সালে। এতদিন ধরে বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে, সংবাদমাধ্যমে প্রচুর লেখালেখি হয়েছে। অবশেষে সমস্যা যখন মিটেছে, তখন এই দুজনের মধ্যে কি ঘটেছিল, তা খুঁজে সামনে এনেছে ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার আনলাইন।
এক সাক্ষাৎকারে অরিজিৎ বলেছিলেন, মুম্বাইয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিতি ছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে। সুরকার প্রীতমের একটি গানের কাজ করছিলেন তিনি। তাই স্টুডিও থেকে সোজা ওই অনুষ্ঠানে চলে গিয়েছিলেন, পরনে ছিল সাদামাটা পোশাক। ঘণ্টার পর ঘণ্টা অনুষ্ঠান চলার কারণে ক্লান্তবোধ করছিলেন। বসে থাকতে থাকতে এক সময় চোখ লেগে যায়।
ওই অনুষ্ঠানে সেরা গায়কের সম্মাননা পেয়েছিলেন অরিজিৎ। সেখানে তার ‘তুম হি হো’ গানটি নিয়ে একটু মজা করেন সঞ্চালক সালমান। অরিজিৎকে মঞ্চে ডেকে নেওয়ার পর ভাইজান বিস্ময় প্রকাশ করেন গায়কের পোশাক আর ঘুমিয়ে পড়ার ঘটনা নিয়ে। জবাবে অরিজিৎ বলেন, সালমান আর রীতেশের উপস্থাপনা দেখে তার ঘুম পেয়েছে।
অরিজিৎ বলেন, “আমার মুখ দিয়ে কথাটা বের হওয়ার পর বুঝতে পারি যে, ভুল করে ফেলেছি। সালমান খান কথাটা ভালোভাবে নেননি।”
সেদিন মঞ্চ থেকে নেমে পুরস্কার হাতে নিয়ে হেঁটে সোজা বেরিয়ে যান এই গায়ক। পরে ‘ভাইজান’ সালমানের ফোনে টেক্সট করেন।
“উনি আমাকে ফিরতি টেক্সট দিয়ে বলেছিলেন, পুরস্কারকে অবহেলা করা উচিত হয়নি আমার। ওই মুহূর্তে আমি স্বস্তি পেয়েছিলাম এটা ভেবে যে একজন অভিজ্ঞ শিল্পী আমাকে পথ দেখাচ্ছেন। কিন্তু আমি তো ভাবতে পারিনি যে তিনি এত দিন রাগ জমিয়ে বসে আছেন!”
এরপর শাহরুখ খানসহ অন্যান্য তারকার সিনেমায় অরিজিৎ চুটিয়ে কাজ কলেও সালমানের সিনেমায় তার গান গাওয়া বলতে গেলে নিষিদ্ধ হয়ে যায়। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সুলতান’ সিনেমায় পরিচালকের ইচ্ছায় অরিজিৎ প্লেব্যাক করলেও সালমানের নির্দেশে অরিজিৎকে বাদ দিয়ে রাহাত ফতেহ আলী খানকে দিয়ে সেই গান গাওয়ানো হয়।
এই ঘটনার পর অরিজিৎ ফেইসবুকে দীর্ঘ পোস্টে সালমানের কাছে ‘তার ভুলের’ জন্য ক্ষমা চান। কিন্তু তাতেও বরফ গলেনি।
অবশেষে মনীশ শর্মা পরিচালিত ‘টাইগরা থ্রি’ সিনেমা দিয়ে দুই তারকার মান-অভিমান মিটেছে। এই সিনেমায় অরিজিতের গাওয়া ‘লেকে প্রভুকা নাম’ গানে ঠোঁট মিলিয়েছেন সালমান।
গান প্রকাশের পর ভাইজান ঘোষণা দিয়েছেন, এই গানটি হতে চলেছে তার ক্যারিয়ারের ‘সেরা গান।“