“‘যন্ত্রণা’ ভালো গল্পের সিনেমা। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে”, বলছেন আদর আজাদ।
Published : 05 Oct 2023, 06:56 PM
ঢাকাই সিনেমার নতুন জুটি আদর আজাদ ও মানসী প্রকৃতির প্রথম সিনেমা 'যন্ত্রণা' মুক্তি পাচ্ছে চলতি মাসের শেষে।
এ সিনেমার নির্মাতা আরিফুর জামান আরিফ জানিয়েছেন, আগামী ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'যন্ত্রণা'।
অভিনেত্রী মানসী প্রকৃতি বলেন, "নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছি। অন্যরকম ভালো লাগা কাজ করছে। ‘যন্ত্রণা’ ভালো গল্পের সিনেমা। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি।"
নায়ক আদর আজাদ বলেন, "ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে।"
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। গানগুলো লিখেছেন গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। আর গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া।
আবহ সংগীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম।
সিনেমায় আরো অভিনয় করেছেন সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।
[সংবাদটি প্রথমে প্রকাশিত হয়েছে ফেইসবুকে ৪ অক্টোবর ২০২৩ তারিখে