ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন ‘হোলসাম’
Published : 05 Mar 2024, 03:28 PM
সোশাল মিডিয়ায় প্রথমবারের মত মেয়ে রাহা কাপুরের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন হিন্দি সিনেমার নায়িকা আলিয়া ভাট।
ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন ‘হোলসাম’। মেয়ে যে ভালোভাবে বেড়ে উঠছে, সে কথা সবাইকে জানালেন মহেশ ভাট কন্যা।
গেল বড়দিনে প্রথমবার আলোকচিত্রীদের সমানে মেয়ে রাহা কাপুরকে সামনে আনার পর দুই মাস ধরে তাকে নিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন রাণবীর কাপুর ও আলিয়া। মাত্রই ঘুরে এলেন ব্যবসায়ী মুকেশ আম্বানীর ছেলে অনন্ত আম্বানীর প্রাক বিবাহ অনুষ্ঠানে।
ওই আয়োজনে আলিয়ার কোলে থাকা ছোট্ট রাহাকে অনন্তর আদর করার ভিডিও হয়েছে ভাইরাল।
কিছু দিন আগেই ‘কফি উইথ করণ’ এর শোয়ে গিয়ে আলিয়া জানান, তার আর রাণবীরের চেহারার মিশেল নিয়ে রাহা পৃথিবীতে এসেছে।
গত বছরের বড়দিনে মেয়ে রাহাকে নিয়ে ক্যামেরার সামনে আসেন রাণবীর-আলিয়া।
রাহার সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। অনেকে রাহার চেহারার সঙ্গে দাদা ঋষি কাপুরের মিল খুঁজে পান। তবে বেশিরভাগের মন্তব্য, কাপুরদের মতই হয়েছে রাহা। কেউ কেউ বলেছেন, বড়দিনে রাণবীর-আলিয়ার এই চমকের তুলনা হয় না।
২০২২ সালের ৬ নভেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে আলিয়া-রণবীবের মেয়ের জন্ম হয়।
গর্ভকালীন নানা ছবি দিলেও বলিউড তারাকারা সাধারণত তাদের সন্তানের ছবি প্রকাশ করতে চান না। তাদের চেষ্টা থাকে পাপারাজ্জিদের ক্যামেরা বা সংবাদমাধ্যমের আলোকচিত্রীদের কাছ থেকে সন্তানকে আড়াল করার।
রাণবীর ও আলিয়াও ওই দলের মানুষ। তারাও চেয়েছিলেন ‘রাহা’ কিছুদিন ক্যামেরার আড়ালেই থাকুক।
“রাহা যখন বড় হবে এবং সোশ্যাল মিডিয়ায় থাকতে চাইবে, তখন হয়ত ছবি তোলা পছন্দ করবে। কিন্তু বাবা-মা হিসেবে আমরা আপাতত সুরক্ষিত রাখতে চাই মেয়েকে,” বলেছিলেন রাণবীর।
মেয়ের ছবি যাতে তোলা না হয়, সেজন্য এক বছর আগে আলোকচিত্রীদের নিয়ে রীতিমত সংবাদ সম্মেলন করেছিলেন রাণবীর কাপুর এবং আলিয়া ভাট। সে সময় তারা বলেছিলেন, সময় হলে বলতে হবে না, তারা নিজেরাই মেয়েকে সবার সামনে হাজির করবেন।
এখন এই দম্পতি মনে করছেন রাহাকে সবার সামনে আনার সময় হয়েছে। তাই বিভিন্ন পার্টি এবং সোশাল মিডিয়ায় মিলছে রাহার ছবি ও ভিডিও।