শুটিংয়ের জন্য প্রথম কলকাতা সফর করলেন এই বলিউড তারকা।
Published : 02 Jul 2023, 11:12 PM
শুটিংয়ের কাজেএসে জীবনে প্রথম কলকাতা দেখলেন বলিউড তারকা ভূমি পেডনেকার।
শনিবার রাতে কলকাতা পৌঁছে পরদিন সকাল থেকেই শুটিংয়ের কাজে লেগে পড়েন তিনি। তার মধ্যেই বঙ্গ দর্শনের অভিজ্ঞতা জানান আনন্দবাজার পত্রিকাকে।
ভূমি বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে কলকাতায় আসার ইচ্ছা ছিল। এই শহর, এই রাজ্য থেকে বহু গুণী মানুষ উঠে এসেছেন। সিনেমা হোক বা সাহিত্য, সেরার সেরা শিল্পীরা সবাই এই বাংলার। আমি নিজে এক জন শিল্পী হিসাবে কলকাতা আসার জন্য মুখিয়ে ছিলাম।”
মাত্র এক দিনের সফরে কলকাতা শহর ঠিকমতো দেখা হয়নি এই মারাঠী অভিনেত্রীর। চুড়ি কিনতে চেয়েছিলেন বড় বাজার থেকে, তাও পারেননি।
ঘুরে দেখতে না পারার আক্ষেপ নিয়ে ভূমি বলেন, “আমি তো এখানে এসেই চুড়ি কিনতে বড়বাজারে যেতে চেয়েছিলাম! আমার পরিবারও একটা লম্বা ফর্দ ধরিয়ে দিয়েছিল — ঝালমুড়ি, মিষ্টি, আরও কত কী…”
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ভূমি অভিনীত ‘আফওয়া’। সুধীর মিশ্র পরিচালিত এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানাতে ভূমি বলেন, চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে গিয়ে তিনি বহু বার সুধীরের সিনেমা দেখেছেন। আর তাই বাস্তবেও তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।
বরাবরই অন্য ধাঁচের সিনেমা ও চরিত্রে কাজ করে এসেছেন ভূমি। অভিনেত্রী মনে করেন, ক্যারিয়ারের প্রথম সিনেমাটি তার আগামীকে অনেকটা সহজ করে দিয়েছিল।
অভিনেত্রীর কথায়, ‘‘আমার প্রথম সিনেমাটি দেখেই সবার ধারণা তৈরি হয়েছিল যে, আমি একটু অন্য ধরনের কাজই করতে চাই। সৌভাগ্যক্রমে তার পর থেকে আমার কাছে সেই রকমের কাজের প্রস্তাবই এসেছে।”
‘দম লাগা কে হাইশা’র পর একে একে ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘শুভ মঙ্গল জেয়াদা সাবধান’, ‘সোনচিড়িয়া’, ‘ভীড়’, ‘অফওয়া’র মতো প্রশংসা কুড়ানো সিনেমায় অভিনয় করেছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।