এ্যানি নাইটিঙ্গেলের বয়স হয়েছিল ৮৩ বছর, তিনিই ছিলেন রেডিও ওয়ান স্টেশনের প্রথম নারী সঞ্চালক।
Published : 13 Jan 2024, 10:36 AM
যার কণ্ঠের মাধ্যমে প্রথমবারের মত শতসহস্র মানুষের কাছে সুরের ধারা আর নানা তথ্য পৌঁছে দিতে পেরেছিল বিবিসি রেডিও, প্রতিষ্ঠানের সেই প্রথম নারী ডিজে অ্যানি নাইটিঙ্গেল মারা গেছেন।
বিবিসি বলছে, নাইটিঙ্গেলের বয়স হয়েছিল ৮৩ বছর, তিনিই ছিলেন রেডিও ওয়ান স্টেশনের প্রথম নারী সঞ্চালক।
তার পরিবার থেকে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়, বার্ধক্যের কিছু অসুস্থতায় লন্ডনে নিজের বাড়িতে নাইটিঙ্গেল মারা গেছেন।
নাইটিঙ্গেলকে একজন 'অগ্রগামী, পথপ্রদর্শক এবং অনুপ্রেরণাদায়ী' উল্লেখ করে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “গত ছয় দশক ধরে বিবিসি রেডিও এবং টেলিভিশনে তার অবদান অম্লান হয়ে থাকবে।”
বিবিসি রেডিও ওয়ানে নাইটিঙ্গেলের কাজ শুরু ১৯৭০ সালে। এরপর এক যুগ ধরে এই সংবাদ সংস্থাটি আর কোনো নারীকে সঞ্চালক হিসেবে পায়নি। বলা যায়, কেবল প্রথম নারী সঞ্চালক হিসেবেই নয়, টানা ১২ বছর ধরে একক নারী হিসেবে কাজটি করে যাওয়ার ইতিহাসও গড়েছিলেন নাইটিঙ্গেল।
গত বছরের শেষ পর্যন্ত নাইটিঙ্গেল সম্প্রচারের কাজে জড়িত ছিলেন।
নাইটিংগেল বিবিসি টু মিউজিকের শো ‘দ্য ওল্ড গ্রে হুইসেল টেস্ট’র সঞ্চালনার জন্যও পরিচিতি ছিলেন তিনি।
নাইটিঙ্গেলের মৃত্যুর সংবাদ প্রচার করা হয় বিবিসি রেডিও ওয়ানেই।
ঘোষক মলি কিং বলেন, “নাইটিঙ্গেল একজন প্রতিভাবান নারীর নাম। আজকে আমরা যেসব নারীরা এখানে আসতে পেরেছি, সেটি কেবল নাইটিঙ্গেলের দেখানো পথে। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা।”
বিবিসির মহাপরিচালক টিম ডেভি নাইটিঙ্গেলকে ‘অনন্য প্রতিভাধর সম্প্রচারক’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “সঙ্গীতের জন্য একজন সমঝদার হওয়ার পাশাপাশি তিনি নারী সম্প্রচারকদের জন্য একজন চ্যাম্পিয়ন ছিলেন। অন্যান্য নারীদের এই মাধ্যমে আসতে উত্সাহিত করেছিলেন। আমরা সবাই তাকে ভয়ানকভাবে মিস করব।”
বর্ষীয়ান এই সঞ্চালকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিবিসি রেডিওর অন্যান্য সঞ্চালকরা।
ইনস্টাগ্রামে এক পোস্টে ডিজে অ্যানি ম্যাক বলেন, “নাইটিঙ্গেল উত্সাহী, দুঃসাহসিক, নির্ভীক, হাসিখুশি, স্মার্ট মানুষ ছিলেন। তার কাজের কোনো তুলনা ছিল না। তিনি সেই নারী ছিলেন, যিনি ব্রিটিশ রেডিওর শব্দ তৈরিতে ইতিহাস গড়েন।”
বিবিসি রেডিও টুর উপস্থাপক জো বল বলেন, “নাইটিঙ্গেলের সঙ্গীতানুভূতি ছিল আলাদা। তিনি তার অনুষ্ঠানের জন্য এমন সুর এবং শিল্পীদের সন্ধান করেছিলেন, যা অনন্য।”