‘ডিসকো ড্যান্সার অব বলিউড’ নামে পরিচিত এই জীবন্ত কিংবদন্তির ৭৩ তম জন্মবার্ষিকী ছিল বুধবার।
Published : 17 Jun 2023, 04:00 PM
কলকাতার জোড়াবাগানের এক সাধারণ যুবক থেকে বলিউডে সুপারস্টার হয়েছেন মিঠুন চক্রবর্তী। ‘ডিসকো ড্যান্সার অব বলিউড’ নামে পরিচিত এই জীবন্ত কিংবদন্তির ৭৩তম জন্মবার্ষিকী ছিল বুধবার।
সম্প্রতি জন্মতিথি উপলক্ষে খ্যাতিমান এই অভিনেতার ১০টি আকর্ষনীয় তথ্য নিয়ে প্রতিবেদন সাজিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিল্ম ফেয়ার।
১. অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রকৃত নাম হল গৌরঙ্গ চক্রবর্তী।
২. কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মিঠুন।
৩. ১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ সিনেমার মধ্যদিয়ে সিনেমায় আত্নপ্রকাশ করেন এ অভিনেতা। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
৪. কেবল অভিনয়ই নয়, বহু গুণে গুণী মিঠুন মার্শাল আর্টসেও সমান পারদর্শী। অর্জন করেছেন ‘ব্ল্যাক বেল্ট’।
৫. ১৯৮২ সালের সিনেমা ‘ডিসকো ড্যান্সার’ এ জিমি চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। জিমি চরিত্রটি থেকে অনুপ্রাণিত হয়ে ২০০৮ সালে ‘জিমি ঝিনচক, এজেন্ট অফ ডিসকো’ শিরোনামের একটা কমিক প্রকাশিত হয়, যা যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়তা পায়।
৬. ‘ডিস্কো ড্যান্সার’ মুক্তির পর তা পূর্ব সোভিয়েত ইউনিয়নে দ্বিতীয়-সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়। এছাড়াও পূর্ব ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যেও বেশ জনপ্রিয়তা পায়।
৭. ১৯৮৯ সালে মোট ১৯ সিনেমায় অভিনয় করে ‘লিমকা বুক অফ রেকর্ড’ গড়েন মিঠুন। এখনো পর্যন্ত সে রেকর্ড কেউ ভাঙতে পারেনি।
৮. ১৯৯১ সালে ‘অগ্নিপথ’ সিনেমায় ‘কৃষ্ণন ইয়ের নারিয়াল পানিওয়ালা’ ভূমিকায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন অভিনেতা।
৯. ‘তাহাদের কথা’ (১৯৯২) ও ‘স্বামী বিবেকানন্দ’ (১৯৯৮) সিনেমার জন্য জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
১০. মিঠুন চলতি বছর ‘প্রজাপতি’ সিনেমায় গৌর চক্রবর্তী ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার খেতাব পান।
ফিল্ম ফেয়ার বাংলা: সেরা অভিনেতা মিঠুন, আজীবন সম্মাননা অপর্ণাকে