যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলসের বিভিন্ন পণ্যের নানামুখী প্রচার ও প্রসারে এখন থেকে পাওয়া যাবে বুবলীকে।
Published : 20 Mar 2024, 03:05 PM
চিত্রনায়িকা শবনম বুবলী যুক্ত হলেন নতুন একটি কাজে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।
অর্থাৎ এই প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের প্রচার ও প্রসারে এখন থেকে পাওয়া যাবে বুবলীকে।
বুধবার ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন এ চিত্রনায়িকা।
যমুনা গ্রুপের কর্পোরেট কার্যালয়ে বুবলীর সঙ্গে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ডিরেক্টর (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা গ্রুপের ডিরেক্টর (সেলস, মার্কেটিং এবং অপারেশনস) ড. আলমগীর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চিত্রনায়িকা বুবলী বলেন, “আমি ভীষণ এক্সাইটেড বাংলাদেশের এত বড় এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে। এত বছর ধরে তাদের সফলতার যাত্রা, তারা আমাকে তাদের সঙ্গে যুক্ত করার জন্য ভেবেছেন- এজন্য আমি ভীষণ খুশি। আমি সত্যিই আনন্দিত এবং সম্মানিতবোধ করছি।”
তার নতুন কাজে সবাইকে পাশে থাকারও আহ্বান জানান বুবলী।
বুবলী বলেন, “ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স এখন আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। আর এই অনুষঙ্গটির সঙ্গে যমুনা ইলেকট্রনিক্সের সুনাম সর্বজনবিদিত। মানুষের চাহিদা আর ক্রেতা সন্তুষ্টির কথা মাথায় রেখে যমুনা ইলেকট্রনিক্স সর্বাধুনিক প্রযুক্তির সর্বোৎকৃষ্ট পণ্যটি তাদের নিজস্ব কারখানায় তৈরি করছে। তাছাড়া বিশাল এ কর্মযজ্ঞে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, যা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তাদের এ পথচলায় যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত বোধ করছি।”
যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম বলেন, “যুক্তিসঙ্গত মূল্যে টেকসই ও গুণগতমানের পণ্য দেশের মানুষের চাহিদা ও আবহাওয়া উপযোগী হওয়ায় যমুনা ইলেকট্রনিক্সের পণ্য সকলের কাছে সমাদৃত। জনপ্রিয় অভিনেত্রী বুবলীর যুক্ত হওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রচার-প্রচারণায় তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ব্র্যান্ডকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে।”
অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম; ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) কামাল হোসেন; জিএম (এইচআর, এডমিন এন্ড কাস্টমার সার্ভিস) মো. মুজাহিদুল ইসলাম, ডিজিএম (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) রকিব আহমেদ, এজিএম (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) রুহুল কে. সাগর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের ঈদ ক্যাম্পেইনও উদ্বোধন করা হয়।
এ ঈদে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য নগদ কিংবা সহজ কিস্তিতে কিনে রেজিস্ট্রেশন করলেই প্রতি সপ্তাহে গ্রাহক পাবেন মোটর সাইকেল, ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওভেনসহ পণ্য জেতার সুযোগ।
আরও থাকছে সর্বোচ্চ ৩০% পর্যন্ত নগদ ছাড়।