খুশি কাপুরের ঘরোয়া জন্মদিনের উৎসবেও দেখা মিলেছিল বেদাঙ্গের; তারপর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন তুঙ্গে।
Published : 30 Dec 2023, 11:58 PM
জোইয়া আখতারের ‘দ্য আর্চিস’ এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এ দুজনের। অভিনয়ের সুবাদে ঘনিষ্ঠতা বাড়ে তাদের। আগের থেকে জানাশোনা থাকার সুবাদে তা যেন প্রেমে পরিণত হয়েছে বলে ডালপালা মেলেছে চারিদিকে।
জল্পনা রয়েছে, সিনেমার সহঅভিনেতা বেদাঙ্গ রায়নার সঙ্গে শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর প্রেমে জড়িয়েছেন।
খুশির ঘরোয়া জন্মদিনের উৎসবেও দেখা মিলেছিল বেদাঙ্গের। তারপর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন তুঙ্গে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় হইচই।
সম্প্রতি সেই সম্পর্কের সমীকরণ নিয়ে নীরবতা ভাঙলেন বেদাঙ্গ। তবে সেই খবর স্বীকার করার বদলে উড়িয়ে দিয়েছেন।
এক সাক্ষাৎকারে বেদাঙ্গ খুশি কাপুরের সঙ্গে নিজের প্রেমের গুঞ্জন নাকচ করে দিয়েছেন বলে লিখেছে হিন্দুস্তান টাইমস বাংলা।
তরুণ এ অভিনেতা বলেন, “খুশি এবং আমার বন্ধুত্বের অনেক কারণ, অনেক মিল রয়েছে। আমরা একই ধরনের গান পছন্দ করি। আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি। তবে আমরা ডেট করছি না। খাঁটি বন্ধুত্ব আমাদের।”
নিজেকে সিঙ্গল দাবি করে বলেন, “তবে সঠিক সময়ে নিশ্চয় পরিস্থিতি বদলাবে।”
এর আগে অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গেও বেদাঙ্গের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
এদিকে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে, করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত এক নতুন সিনেমার অফার পেয়েছেন খুশি। সেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ওটিটিতে মুক্তি পাবে এ সিনেমা।