‘মুনওয়াক নাচ’ করতে করতে চুরির ঘটনার গল্প নিয়ে তৈরি সিরিজ চলছে জিও সিনেমায়।
Published : 22 Dec 2024, 01:18 PM
ভৌতিক আবহ ও রহস্যে ঘেরা সিরিজ নিয়ে নুহাশ হুমায়ূন পা রেখেছেন চরকিতে। ‘২ষ’ নামের ওই সিরিজের গল্প লেখায় নুহাশের সঙ্গী ছিলেন তার মা কবি গুলতেকিন খান।
হইচইয়ে দেখা যাচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরির নতুন সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। এই সিরিজের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জি ফেলুদা নিয়ে আর কোনো কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
এছাড়াও আছে ‘মুনওয়াক নাচ’ করতে করতে চুরির ঘটনার গল্প নিয়ে তৈরি সিরিজ চলছে জিও সিনেমায়। নেটফ্লিক্স দেখাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশেষ ভূমিকা রাখা ৮৫৫ নারীর কাহিনী।
চলতি সপ্তাহের ওটিটির এসব সিনেমা-সিরিজের খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
নুহাশ-গুলতেকিনের ‘২ষ’
চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে নির্মাতা নুহাশ হুমায়ূনের ‘২ষ’র প্রথম পর্ব ‘ওয়াক্ত’। ভৌতিক আবহ ও রহস্যে ঘেরা এই সিরিজের এই পর্বে দেখা গেছে পাঁচ বন্ধুর পাঁচটি ভিন্ন সময়ে পাঁচ ধরনের পরিণতির গল্প। যেখানে ভূত-প্রেতের ভয়ের চেয়ে মানুষ যে কখনো কখনো অনেক বেশি ভীতিকর হয়ে ওঠে সেই দিকটাও তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।
ফেলুদার গোয়েন্দাগিরির ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’
ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জির নতুন সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ শুক্রবার থেকে চলছে হইচইতে। লেখক-নির্মাতা-আঁকিয়ে সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদার ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে এই সিরিজ। প্রায় তিন ঘণ্টার সিরিজের পর্ব সংখ্যা ছয়টি। এতে ফেলুদা হয়েছেন টোটা রায় চৌধুরী; তার দুই সঙ্গীর মধ্যে জটায়ু চরিত্রে দেখা গেছে অনির্বাণ চক্রবর্তীকে, এছাড়া কল্পন মিত্র হয়েছেন তোপসে। রজতাভ দত্ত, ঋদ্ধি সেন, শাওন চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায়, অনিরূদ্ধ গুপ্তও অভিনয় করেছেন এই সিরিজে।
দুই চোরের 'মুনওয়াক নাচ’
হিন্দি ওয়েব সিরিজ 'মুনওয়াক' শুক্রবার থেকে দেখা যাচ্ছে জিও সিনেমায়। অজয় ভূঁইয়া পরিচালিত এই সিরিজে কমেডি, প্রেম ও দুই চোরের ঘটনা উঠে এসেছে। যেখানে তারিক পাণ্ডে ও ম্যাডি শর্মা পেশায় দুজনেই চোর। আইনজীবী থেকে শুরু করে আদালতের বিচারক পর্যন্ত সবাই চেনে ম্যাডিকে। মুনওয়াক করতে করতে চুরি করাই তার বৈশিষ্ট্য। নানা ছলচাতুরি আর বুদ্ধি খাটিয়ে চুরি করে বলে নিজেকে সিনেমার শিল্পী বলেও মনে করেন ম্যাডি। এদিকে, চাঁদনী নামের এক মেয়ের প্রেমে পড়ে ম্যাডি। একইভাবে চাঁদনীর প্রেমে পড়ে তারিকও। দুজনেই যখন চাঁদনীর মন জয় করতে দিশেহারা, তখন চাঁদনী ঘোষণা দেয়, যে বছরের সবচেয়ে দামি জিনিসটা চুরি করতে পারবে, চাঁদনী হবে তার। এভাবেই নানা হাস্যরসে এগিয়ে যায় গল্প। এতে অভিনয় করেছেন আনশুমান পুশকার, সমীর কুচার, নিধি সিং।
নেটফ্লিক্সে ‘দ্য সিক্স ট্রিপল এইট’
নেটফ্লিক্সে চলছে ইংরেজি সিনেমা ‘দ্য সিক্স ট্রিপল এইট’। টাইলার পেরি পরিচালিত এই সিনেমা নির্মিত হয়েছে ৬৮৮৮তম সেন্ট্রাল পোস্টাল ডিরেক্টরি ব্যাটালিয়নকে ঘিরে। এই ব্যাটালিয়নের সদস্য ছিলেন ৮৫৫ জন নারী। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ ভূমিকা রেখেছিল। এই ব্যাটালিয়নের সদস্যরা মাত্র তিন মাসে সেনাদের ১ কোটি ৭০ লাখের বেশি চিঠি বাছাই করে পৌঁছে দিয়েছিল তাদের স্বজনদের কাছে। ওই নারী ব্যাটালিয়নের ভূমিকা নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন কেরি ওয়াশিংটন, মিলনা জ্যাকসন, ইবনি অবসিডিয়ান।