হত্যা মামলায় কারাগারে যাওয়ার দুদিন পর জামিন পেলেন রিংকু।
Published : 26 Sep 2024, 06:29 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান নিহতের মামলায় জামিন পেয়েছেন তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু।
বৃহস্পতিবার তার জামিন আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান এ আদেশ দিয়েছেন।
একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা রিংকুকে সোমবার রাতে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পর দিন মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান।
মামলায় অন্যদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক চিফ হুইফ নূরে আলম চৌধুরী লিটন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং গয়নার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালাকে আসামি করা হয়েছে।
তরুণ নির্মাতা রিংকুর নাটকের মধ্যে আছে ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’।
নাটক নির্মাণ করে দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি।
আরও পড়ুন-