বেশ ঘটা করেই সিনেমার প্রচার চালাচ্ছিলেন অভিনেতা। হঠাৎই অসু্স্থ বোধ করেন তিনি।
Published : 12 Jul 2024, 07:15 PM
কোভিডে আক্রান্ত হওয়ায় আম্বানিদের ছেলের বিয়ের দাওয়াতে যাওয়া হচ্ছে না বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের।
শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সারফিরা’। সিনেমার প্রচারের সময় হঠাৎই অসু্স্থ বোধ করেন অভিনেতা। পরে জানা যায়, কোভিডে ধরেছে তাকে।
আনন্দবাজার লিখেছে, বেশ ঘটা করেই সিনেমার প্রচার চালাচ্ছিলেন অভিনেতা। এর মধ্যেই হঠাৎ অসু্স্থ বোধ করেন। তৎক্ষণাৎ পরীক্ষা করান; তাতেই ধরা পড়ে, কোভিড হয়েছে তার।
চিকিৎসক তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে সিনেমা মুক্তির প্রথম দিনে আর প্রচারে থাকা হল না অভিনেতার।
শুধু সিনেমার প্রচার নয়, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতেও উপস্থিত হতে পারবেন না অক্ষয়।
অনন্ত নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন অক্ষয়কে। কিন্তু কোভিড নিয়ে তো আর বিয়ের আসরে এত তারকার ভিড়ে যাওয়া যায় না।
পরপর বেশ কিছু সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সারফিরার প্রচারে একটু বেশি মনোযোগ দিয়েছিলেন অক্ষয়। গত কয়েক দিনে দিল্লি, পুনেসহ বেশ কিছু শহরে গেছেন।
২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় সুরারাই পোট্রুর অফিশিয়াল রিমেক ‘সারফিরা’। জি আর গোপীনাথের স্মৃতিকথা ‘সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।