শুক্রবার কনসার্টটি হবে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে।
Published : 11 Oct 2024, 11:27 AM
'আর্ক', 'শিরোনামহীন', 'অ্যাশেজ'সহ দেশের এক ডজন ব্যান্ড নিয়ে আয়োজিত হতে যাচ্ছে কনসার্ট ‘কিডলন সেভ বাংলাদেশ কনসার্ট ২০২৪’।
শুক্রবার কনসার্টটি হবে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে।
কনসার্টের আয়োজন করেছে ‘তান-রাত ইন্সটিটিউট অব বাংলাদেশ’।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসরাত জাহান সালমা গ্লিটজকে বলেন, "বন্যার্তদের পুর্নবাসনের জন্য কনসার্টের আয়োজন করেছি। তাছাড়া দুর্গাপুজা উপলক্ষে উৎসবের আমেজ চলছে, আশা করছি আমাদের কনসার্টে অনেক দর্শক থাকবে। আমরা দর্শকদের ভালো একটি অভিজ্ঞতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।"
কনসার্টটি সাজানো হয়েছে ১২টি লাইনআপে। সেগুলো হল ব্যান্ড 'শিরোনামহীন', 'অ্যাশেজ', 'আর্ক',‘অ্যাভয়েড রাফা’,'আর্বোভাইরাস', 'কুঁড়েঘর', 'কাকতাল', 'সাবকনসিয়াস', 'এডভার্ভ', 'মাশিকুর রহমান', 'ওয়ারসাইট' ও 'এটিএ'।
কনসার্টটি শুরু হবে দুপুর ২ টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।
কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে 'গেট সেট রক' ওয়েবসাইটে।