Published : 29 Apr 2023, 04:11 PM
চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল এবার মতুয়া সম্প্রদায় নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ‘মতুয়ামঙ্গল’ শিরোনামে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হবে গণঅর্থায়নে।
তানভীর মোকাম্মেলের প্রযোজনা প্রতিষ্ঠান কিনোআই ফিল্মস এক সংবাদ বিজ্ঞতিতে জানিয়েছে, প্রামাণ্যচিত্রে মতুয়াদের প্রায় দুইশ’ বছরের ইতিহাস, তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস, তাদের জীবনধারা, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, বর্তমান সমস্যাবলী ও সম্ভাবনা তুলে ধরা হবে।
বাংলার মতুয়ারা প্রান্তিক মানুষদের এক সম্প্রদায়। বাংলাদেশে মতুয়াদের বসবাস দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে। ভারতের পশ্চিমবঙ্গেও মতুয়াদের বসবাস রয়েছে।
গোপালগঞ্জের ওড়াকান্দি গ্রামে জন্ম নেওয়া হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের প্রচারিত মতুয়া ধর্মাবলম্বীরা অধিকাংশই দরিদ্র ও প্রান্তিক হওয়ার কারণে রাষ্ট্র ও উচ্চতর শ্রেণীগুলো দ্বারা নানাভাবে শোষিত ও বঞ্চিত।
এই জনগোষ্ঠীর জীবন ও মতুয়া ধর্মের দার্শনিক দিকগুলো নিয়ে প্রামাণ্যচিত্রটি তৈরি করবেন তানভীর মোকাম্মেল।
বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আন্দামান, উত্তরাখণ্ড ও দণ্ডকারণ্যে শুটিং হবে প্রামাণ্যচিত্রটির। এতে মতুয়া নারী-পুরুষদের সাক্ষাৎকার থাকবে।