দাগিতে নিশো আসছেন তিনটি লুকে।
Published : 12 Mar 2025, 12:45 PM
'সুড়ঙ্গ' সিনেমা করার পর অভিনেতা আফরান নিশো কবে বড় পর্দায় আসছেন, সেই প্রশ্ন ঘুরপাক খেয়েছে গত দুই বছর ধরে। অপেক্ষার পালা অবশেষে ফুরোতে চলেছে। ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে দর্শকের সামনে হাজির হচ্ছেন নিশো।
শুধু কয়েদি নয় আরও দুই ভিন্ন লুকে ‘দাগি’ সিনেমায় ধরা দিয়েছেন এই অভিনেতা। যে সিনেমাটি এবারের রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে।
মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান চরকি ও এসভিএফ দাগি সিনেমার এক মিনিট ৭ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে।
টিজারের ক্যাপশনে লেখা হয়েছে,"জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন! দাগির সাথে দেখা হবে এই ঈদুল ফিতরে।"
টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে।
‘দাগিতে’ তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হয়েছেন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় সাধারণ চেহারায় আর একেবারে শেষে তাকে পাওয়া গেছে ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে।
টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।
সিনেমাটি বানিয়েছেন শিহাব শাহীন। বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেন, "দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। এটা তো মাত্র প্রথম ঝলক, আরও অনেক চমক একে একে আসতে থাকবে।"
‘সুড়ঙ্গ' সিনেমার পর এটি নিশোর দ্বিতীয় সিনেমা। সিনেমাটি নিয়ে নিশোর ভাষ্য, এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে।
প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, "টিজার প্রকাশের পর থেকেই দর্শকের খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে, তখনই আমাদের চেষ্টা সার্থক হবে।"
মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প বলা হবে দাগি সিনেমায়, এ ধরনের গল্প দেশের দর্শক আগে দেখেনি বলে জানিয়েছেন নির্মাতা।
গেল মাসের শেষের দিকে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। ঢাকাসহ সৈয়দপুর, রাজশাহী, গাজীপুরের বিভিন্ন এলাকায় শুটিং হয়েছে।
আরও পড়ুন:
গল্প নির্ভর হওয়ায় নিশোর 'দাগি' নিয়ে চিন্তিত নন প্রযোজক
জোড়া সিনেমা নিয়ে ফিরছেন নিশো