চ্যানেল আই, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি, মাছরাঙায় দেখা যাবে বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক।
Published : 01 Apr 2025, 01:03 PM
রোজার ঈদে ঘিরে ঈদের আগের দিন থেকে শুরু করে পরদিন পর্যন্ত বেশ কিছু একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক প্রচার করছে এনটিভি, চ্যানেল আই, দীপ্ত টিভি, মাছরাঙা, বৈশাখীসহ বিভিন্ন টেলিভিশন স্টেশন।
সব স্টেশনেই ঈদের দ্বিতীয় দিনে প্রচার হবে চার থেকে পাঁচটি করে নাটক।
এ দিনের একাধিক নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিলয় আলমগীর, একটি ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এছাড়া বেশ কয়েকটি নাটকে পাওয়া যাবে অভিনেতা তৌসিফ মাহবুবকে, কয়েকটি নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল।
জিয়াউল ফারুক অপূর্বের একক নাটকও দেখা ঈদে।
চ্যানেল আইয়ে অপূর্ব ও ফারিণের ‘প্রিয় প্রজাপতি’
ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত চ্যানেল আইয়ে প্রচার হবে প্রায় ১৫টি নাটক ও টেলিফিল্ম। ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ 'মিশন মুন্সীঞ্জের' দ্বিতীয় পর্ব দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
আট পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা।
বিকাল সাড়ে ৪টায় দেখা যাবে টেলিফিল্ম ‘প্রিয় প্রজাপতি’। জাকারিয়া সৌখিন পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘লাস্ট উইশ’। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও আইশা খান।
রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘ডাকু’। এটি পরিচালনা আদিবাসি মিজান। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, শামিমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার।
রাত ১০টা ৩৫ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম 'ভাবিদের ঈদ'। জুলফিকার ইসলাম শিশিরের পরিচালনায় এতে অভিনয় করেছেন যাহের আলভী ও ইফফাত আরা তিথি।
এনটিভিতে মোশাররফের ২ নাটক
সকাল ৯ টা ১০ মিনিটে প্রচার হয়েছে একক নাটক 'হঠাৎ বিয়ে'। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। পরিচালনায় আছেন সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশারসহ অনেকে।
'মন রে' নামের টেলিফিল্ম দেখা যাবে দুপুর আড়াইটায়। এটি রচনা করেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ। পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে আছেন আরশ খান, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
দেখা যাবে ধারাবাহিক নাটক 'রূপবানের প্রেম'। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যাবে নাটকটি। নাটকের গল্প লিখেছেন কাব্য হাসান, চিত্রনাট্য তানিন রহমান ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। 'রূপবানের প্রেম' নাটকে অভিনয় করেছেন তাসনুভা তিশা, শাওন, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, শেলী আহসান।
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে দেখা যাবে একক নাটক 'থাপ্পড়বাজ'। রচনা ও পরিচালনা করেছেন হারুন রুশো। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরীসহ অনেকে।
আরও একটি একক নাটক 'নজর' দেখা যাবে রাত ৯টা ১৫ মিনিটে। আকাইদ রনির রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার।
'তবুও পাশাপাশি' নাটক দেখা যাবে রাত ১১টা ৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন রিফাত আদনান পাপন। পরিচালনা সাইফূল হাফিজ খান। অভিনয়ে: ইয়াশ রোহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূরসহ অনেকে।
আরটিভিতে ৫ নাটক
আরটিভিতে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ঈদের দ্বিতীয় দিনের নাটক প্রচার। দেখা যাবে একক নাটক 'আবদার'। এটি রচনা করেছেন আবধাহাম তামিম। পরিচালনায় আছেন রুবেল আনুশ। অভিনয়ে মুশফিক আর ফরাহান ও ফারিন খান জুটি।
একক নাটক 'মিস্টার অভাগা' দেখা যাবে রাত ৮টায়। এটি রচনা করেছেন জুয়েল এলিন এবং পরিচালনায় করেছেন রাকেশ বসু। অভিনয়ে মোশাররফ করিম, কেয়া পায়েলসহ অনেকে।
ধারাবাহিক নাটক 'এক্সকিউজ মি প্লিজের' দ্বিতীয় পর্ব প্রচার হবে রাত ৯টা ১০ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন শহীদ উন নবী। এতে অভিনয় করেছেন চাষী আলম, অনিক, আনিকা কবির শখ, শামীম হাসান সরকার।
রাত সাড়ে ৯টায় দেখা যাবে একক নাটক 'পুতুল পুতুল খেলা'। রচনা ও পরিচালনা করেছেন ইফতেষার আহমেদ ফাহমি। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাদিয়া আইমানসহ অনেকে।
আরটিভির ঈদের দ্বিতীয় দিনের শেষ নাটক 'ও পাষাণী'। রাত সাড়ে ১১টায় দেখা যাবে নাটকটি। পরিচালনায় আছেন সেলিম রেজা এবং অভিনয়ে আছেন খায়রুল বাসার, তানিজিন তিশা জুটি।
বৈশাখীর দ্বিতীয় দিনে যা দেখা যাবে
বিকেল ৫টা ১৫ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক 'ব্ল্যাক মানি'। নাটকটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এতে অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
'মানি লোকের মান' নামের ধারাবাহিক দেখা যাবে বিকেল ৫টা ৪৫ মিনিট। এটি পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে আছেন জাহের আলভী, ফারজানা মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথীসহ অনেকে।
একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেখা যাবে নাটক 'শাশুড়ির বিয়ে'। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
'লন্ডনি জামাই' নামের নাটক প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে আছেন রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।
রাত ৮ টা ১৫ মিনিটে দেখা যাবে নাটক 'প্রেম অথবা মায়া'। অভিনয় করেছেন খায়রুল বাসার, সাফা কবিরসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে আরেকটি ধারাবাহিক নাটক 'ট্রাক ড্রাইভার'। রুহুল আমিন শিশিরের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুলসহ অনেকে।
একক নাটক ‘স্বপ্নের শেষ ঠিকানা’ দেখা যাবে রাত ৯টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশাসহ আরো অনেকে। রচনা ও পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
রাত ১১ টা ৪০ মিনিটে দেখা যাবে মেগা নাটক ‘সাহেব বিবি গোলাম’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম, শিবলী নওমান, প্রিয়ামনি, সুমন আহমেদ। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনায় অনন্য ইমন।
'মধুমালা'সহ যা দেখা যাচ্ছে মাছরাঙায়
বিকাল ৫টা ৫০ মিনিটে একক নাটক 'কিসমত' দিয়ে শুরু হবে মাছরাঙা টেলিভিশনের ঈদের দ্বিতীয় দিনের নাটক। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিন তিশা।
সন্ধ্যা ৭টা ২০ মিনিট দেখা যাবে ধারাবাহিক নাটক 'বিয়ের জ্বালা'। নাটকে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন। নাটকটি রচনা ও পরিচালনায় আছেন শহীদ উন নবী।
একক নাটক 'বজরা' দেখা যাবে রাত ৮টায়। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।
বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় দেখা যাবে ধারাবাহিক নাটক 'মধুমালা'। নাটক দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়।
একক নাটক 'হাউকাউ' দেখা যাবে রাত ১০টা ২০ মিনিটে। এ কে পরাগের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাফা কবির।
টেলিফিল্ম 'বান্টির বিয়ে' দেখা যাবে রাত সাড়ে ১১টায়। এটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল জুটি।
দীপ্ততে অপূর্ব ও ফারিণের 'এক ধ্রুবতারা'
দীপ্ত টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় দেখা যাবে একক নাটক 'এক ধ্রুবতারা'। এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয়ে আছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
রাত ৮টায় দেখা যাবে একক নাটক 'ইমার্জেন্সি'। এটি পরিচালনা করেছেন মিশুক মিঠু। অভিনয়ে আছেন খায়রুল বাসার, কেয়া পায়েল।
ধারাবাহিক নাটক 'কথা হবে হিসাব করে' দেখা যাবে রাত ৯টা ৪০ মিনিটে। প্রীতি দত্ত ও বিশ্বজিৎ দত্ত পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও শারমিন আঁখি।
রাত ১১টা ১০ মিনিটে দেখা যাবে একক নাটক 'সাফিয়া'। এটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। অভিনয় করেছেন সাফা কবির, সোহেল মন্ডল।